TRENDING:

East Bardhaman News: শহুর কবিদের জয়জয়কার, পুরস্কারের মালা! গ্রাম বাংলার লেখকরা সেই ব্রাত্যই! লিটল ম্যাগাজিন মেলা ঘিরে বিতর্ক

Last Updated:

East Bardhaman News: পশ্চিমবঙ্গ সরকার ও তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। মেলা ঘিরে অভিযোগ, পুরস্কার প্রাপকদের তালিকায় শহুরে কবি-লেখকদের প্রাধান্যই বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: এবারও পশ্চিমবঙ্গ সরকার ও তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। প্রতি বছর তিন দিন ধরে নন্দন, বাংলা একাডেমি ও একতারা মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রাম ও শহর মিলিয়ে কয়েকশো কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন। তবে অভিযোগ, অংশগ্রহণকারী ও বিশেষ করে পুরস্কার প্রাপকদের তালিকায় শহুরে কবি-লেখকদের প্রাধান্যই বেশি।
সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা
সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা
advertisement

উৎসবের প্রথম দিন একতারা মঞ্চে বাংলা একাডেমির পক্ষ থেকে একাধিক সাহিত্য পুরস্কার প্রদান করা হয়, আর সেই পুরস্কার তালিকা ঘিরেই এবারও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই আবহেই আলোচনায় উঠে এসেছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা, বিশিষ্ট লেখক রাধামাধব মণ্ডল। গত বছর বহুদিন পর লিটল ম্যাগাজিন মেলায় আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। এবছর এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ডাক না পেলেও তাঁর আশা, এবারও তিনি আমন্ত্রিত হবেন।

advertisement

আরও পড়ুনঃ  বাংলায় ফুটবলের নতুন দিগন্ত হাওড়ার কেইউসিটি! প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একাডেমিতে সম্পূর্ণ নিখরচায় প্রশিক্ষণ

তবে একইসঙ্গে তাঁর আক্ষেপ, পেশায় সাহিত্যিক হওয়া সত্ত্বেও বাংলা একাডেমির এই অনুষ্ঠানে তাঁকে যথাযথ সম্মান না দিয়ে শুধুমাত্র কবিতা পাঠের জন্যই ডাকা হয়, যদিও তাঁর মূল পরিচিতি গদ্য লেখক হিসেবেই।রাধামাধব মণ্ডল দেশ-বিদেশের একাধিক সংবাদপত্র ও পত্রিকায় নিয়মিত গদ্য লেখেন এবং ইতিমধ্যেই বাংলা ভাষায় এক স্বতন্ত্র গদ্যভাষা নির্মাণ করেছেন। এই প্রজন্মে তিনিই একমাত্র লেখক যিনি সরকারি চাকরি ছেড়ে পুরোপুরি লেখালেখিকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন।

advertisement

View More

আরও পড়ুনঃ ভাগীরথীর ঠান্ডা জলে ঘণ্টার পর ঘণ্টা নিজেকে তৈরি করেছেন, পাখির চোখ ইংলিশ চ্যানেল! লক্ষ্যভেদের জন্য লড়ছেন সাঁতারু বিশ্বনাথ

গ্রামে বসেই শহরের নামী কাগজে লেখা, বইমেলায় পাঠকদের ভিড় ও সই সংগ্রহের দীর্ঘ লাইন তাঁর জনপ্রিয়তার প্রমাণ। বাংলার সমাজজীবন, লোকসংস্কৃতি, নস্টালজিয়া ও প্রান্তিক মানুষের ইতিহাস তাঁর লেখার মূল বিষয়। ‘বহুরূপী’, ‘দেহজীবী’, ‘পাখমারা’, ‘শববাহকের গান’, ‘টহলগান’-সহ ডাকাত ও চোরদের ইতিহাস নিয়ে লেখা তাঁর বইগুলি পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত। গত বছর কলকাতা বইমেলায় প্রকাশিত তাঁর উপন্যাস ‘ভক্তকবি জয়দেব’ ব্যাপক সাড়া ফেলে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

লেখালেখির ২৫ বছরে পা দিতে চলা রাধামাধব মণ্ডলের বক্তব্য, গ্রামীণ জীবন নিয়ে লেখালেখি করাই হয়তো অনেকের অস্বস্তির কারণ। তবে তাতে তাঁর কিছু যায় আসে না। তাঁর কথায়, “মহাকালই শেষ ও নির্মম বিচারক, শহুরে দাপট না গ্রামের মাটির লড়াই, কে টিকবে তা সময়ই বলবে।” পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম তাঁর হাত ধরেই সাংস্কৃতিক মানচিত্রে নিজস্ব একটি জায়গা করে নিয়েছে। বিশিষ্ট লেখিকা মহাশ্বেতা দেবীর সঙ্গে একসময় নানা সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত ছিলেন রাধামাধব মণ্ডল। সেই অভিজ্ঞতা ও লড়াইয়ের ধারাবাহিকতায় নিজ উদ্যোগেই তিনি শুরু করেন আউশগ্রাম বইমেলা এবং আউশগ্রাম উৎসব যা ধীরে ধীরে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চে পরিণত হয়েছে।

advertisement

রাধামাধব মণ্ডল জানান, এই উদ্যোগে তিনি একা নন। তাঁর দাবি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ দোলা সেন-সহ একাধিক জনপ্রতিনিধি তাঁর সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। গ্রামকে কেন্দ্র করেই সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, এই বিশ্বাসে আজও তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

শহরের মঞ্চে সম্মান নিয়ে প্রশ্ন থাকলেও, গ্রামের মাটিতেই নিজের শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন রাধামাধব মণ্ডল। তাঁর লেখালেখি ও সাংস্কৃতিক উদ্যোগ প্রমাণ করে দেয়, সাহিত্যচর্চার কেন্দ্র শুধু শহরেই সীমাবদ্ধ নয়, গ্রামের মাটিতেও জন্ম নিতে পারে সময়কে চ্যালেঞ্জ জানানো শক্তিশালী সাহিত্য ও সংস্কৃতি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: শহুর কবিদের জয়জয়কার, পুরস্কারের মালা! গ্রাম বাংলার লেখকরা সেই ব্রাত্যই! লিটল ম্যাগাজিন মেলা ঘিরে বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল