TRENDING:

Haroa Vidyadhari Bridge: জলের পাইপলাইন বসানো নিয়ে উত্তেজনা! গ্রামবাসী বাধা দিতেই শুরু...! ছুটে এল পুলিশ

Last Updated:

Haroa Vidyadhari Bridge: জানা যাচ্ছে, আজ ফের সেই ফুটপাতের উপর দিয়ে জলের পাইপলাইন নিয়ে যাচ্ছিলেন PHE দফতরের শ্রমিকরা। সেই সময় গ্রামের মানুষ এসে বাধা দেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাড়োয়া, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহাঃ জলের পাইপলাইন বসানো নিয়ে উত্তেজনা। বিদ্যাধরী সেতুর উপর দিয়ে জলের পাইপ নিয়ে যাওয়ায় বাধা দেন গ্রামবাসীরা। শুরু হয় বাকবিতণ্ডা। ফের হাড়োয়ায় উত্তেজনা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
হাড়োয়ায় উত্তেজনা
হাড়োয়ায় উত্তেজনা
advertisement

হাড়োয়ার বিদ্যাধরী নদীর উপর বিদ্যাধরী সেতুর উপর দিয়ে PHE দফতর থেকে জলের পাইপলাইন নিয়ে যাওয়া হচ্ছে। সেতুর ফুটপাতের উপর দিয়ে এই পাইপলাইন নিয়ে যাওয়া হচ্ছে। এই নিয়ে কিছুদিন আগেও এলাকায় বাকবিতণ্ডা হয়েছিল।

আরও পড়ুনঃ সাইবার প্রতারণার বিরুদ্ধে ‘অ্যাকশন’! উদ্ধার হল স্মার্টফোন, ল্যাপটপ, লক্ষাধিক টাকা সহ…! বড়সড় সাফল্য পুলিশের

advertisement

এই একই ঘটনা নিয়ে কয়েকদিন আগে PHE আধিকারিক ও শ্রমিকদের সঙ্গে স্থানীয় মানুষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর জেরে কাজ সাময়িক বন্ধ থাকে। আজ ফের দেখা গেল এক ছবি। ঘটনাস্থলে এসে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ।

জানা যাচ্ছে, কয়েকদিন আগে বাকবিতণ্ডা হলেও আজ ফের সেই ফুটপাতের উপর দিয়ে জলের পাইপলাইন নিয়ে যাচ্ছিলেন PHE দফতরের শ্রমিকরা। সেই সময় গ্রামের মানুষ এসে বাধা দেন। এতেই PHE আধিকারিকদের সঙ্গে ফের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। তাঁরা এসে পরিস্থিতি সামাল দেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haroa Vidyadhari Bridge: জলের পাইপলাইন বসানো নিয়ে উত্তেজনা! গ্রামবাসী বাধা দিতেই শুরু...! ছুটে এল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল