আরও পড়ুন: কেঁচো সার চা পাতার উপর নির্ভরতা কমাচ্ছে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জেটিঘাট সংস্কারের বিষয় বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। এই প্রসঙ্গে কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার জানান, বিষয়টি দেখা হচ্ছে। কুলতলির দেউলবাড়ি-দেবীপুর পঞ্চায়েতের অন্তর্গত কাঁটামারি বাজার। এই এলাকাতে কয়েকশো মৎস্যজীবী পরিবারের বাস। তাঁদের সুবিধার্থেই জেটিঘাট করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। কিন্তু তার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তাই তড়িঘড়ি তিন বছর আগে ওই জেটি থেকে কিছু দূরে আরও একটি জেটিঘাট তৈরি করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নতুন তৈরি এই জেটিঘাট দিয়েই নদীতে মাছ-কাঁকড়া ধরতে যান মৎস্যজীবীরা। আবার অনেক যাত্রী এই জেটিঘাট দিয়েই নৌকায় উঠে কৈখালি যান। সন্ধে হলেই ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায় জেটিঘাট, একটাও আলো নেই। জায়গাটা তখন মদ্যপদের আড্ডা খানা হয়ে ওঠে। সব মিলিয়ে এই অত্যন্ত দরকারি জেটিঘাটটি এখন কুলতলির মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সুমন সাহা