আরও পড়ুন - শেষ ফোনটা আর ধরা হয়ে ওঠেনি... জলপাইগুড়িতে স্বজনহারাদের কান্নায় ভারী মর্গের বাতাস
বালির জলে রাস্তা কাদা হয়ে যাচ্ছে। রাস্তা জুড়ে ছোট বড় গর্তের মিছিল। এবারও খেবড়ো রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে মাঝে মধ্যেই। তার প্রতিবাদেই রাস্তা কেটে বিক্ষোভ দেখানো হয়। ওভার লোডেড বালির গাড়ির দৌরাত্ম রোখার দাবিতে ও বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তা কেটে শুক্রবার সকালেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বর্ধমানের পলেমপুর থেকে নবগ্রাম যাওয়ার রাস্তা কেটে বিক্ষোভ চলে। ২২ কিমি দীর্ঘ এই রাস্তা। ১০ থেকে ১২টি গ্রামের যোগাযোগের এটিই অন্যতম রাস্তা।
advertisement
আরও পড়ুন - 'ট্রেন কি নিজে নিজে বেলাইন হয়!' বিস্ফোরক ইঙ্গিত রূপার, চাইলেন সিবিআই তদন্ত
বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দামোদরে বেশ কয়েকটি অবৈধ বালিখাদ রয়েছে। সেই সব বালিখাদ থেকে বেআইনিভাবে দেদার বালি তুলে নেওয়া হচ্ছে। ট্রাকে ডাম্পারে ধারণ ক্ষমতার অনেক বেশি বালি পরিবহণ করা হচ্ছে। অবিলম্বে এই বেআইনি বালি পরিবহণ বন্ধ করার জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছিল। তাতে কাজের কাজ কিছু হয়নি। তাদের অভিযোগ, পুলিশের মদতেই এই বেআইনি কারবার চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বালির লরি আটকে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। খবর পেয়ে খন্ডঘোষ থানার পুলিশ গেলে তারাও বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে। এর পরই রাস্তা কেটে দেন গ্রামবাসীরা।
Saradindu Ghosh