Roopa Ganguly Facebook Post: 'ট্রেন কি নিজে নিজে বেলাইন হয়!' বিস্ফোরক ইঙ্গিত রূপার, চাইলেন সিবিআই তদন্ত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই পোস্টের সঙ্গেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রূপা৷ যদিও তাঁর ইঙ্গিত কোনদিকে তা এই পোস্টে স্পষ্ট নয় (Roopa Ganguly Facebook Post)৷
#কলকাতা: জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly Facebook Post)৷ ফেসবুক পোস্টে তাঁর চাঞ্চল্যকর মন্তব্য, 'সামনে নির্বাচন, অনেক বছর রেল নিয়ে কোনও বাজে খবর হয়নি৷ মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা৷' এই মন্তব্য করার সঙ্গে সঙ্গেই বিকানের এক্সপ্রেসের বেলাইন (Bikaner Express Accident)হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ৷
বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির দোমোহনিতে দুর্ঘটনার কবলে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস৷ ট্রেনের মোট বারোটি কামরা লাইনচ্যুত হয়৷ এখনও পর্যন্ত ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন চল্লিশ জনের বেশি৷ দুর্ঘটনাক কয়েক ঘণ্টা পরেই ফেসবুকে রূপা লেখেন, 'ট্রেন কি নিজে নিজেই বেলাই হয়? রেল ট্র্যাক কি বেচারা বোঝে ভাই সামনে নির্বাচন৷ রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি৷ মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা৷'
advertisement
advertisement
এই পোস্টের সঙ্গেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রূপা৷ যদিও তাঁর ইঙ্গিত কোনদিকে তা এই পোস্টে স্পষ্ট নয়৷ কারণ একদিকে যেমন সামনে উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে, সেরকমই এ রাজ্যে পুরসভা নির্বাচন রয়েছে৷

advertisement
রাজ্য বিজেপি-র সঙ্গে সাম্প্রতিক সময়ে রূপা গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে অবনতি ঘটেছে বলেই খবর৷ কিছু দিন আগে বিজেপি রাজ্য সভাপতির ডাকা ভার্চুয়াল বৈঠক থেকেও বেরিয়ে গিয়েছিলেন বিজেপি সাংসদ৷
কলকাতা পুরসভায় বিজেপি-র প্রাক্তন কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যু এবং পরে পুরভোটে তাঁর স্বামীকে টিকিট না দেওয়া নিয়েও একই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন রূপা৷ এবার ট্রেন দুর্ঘটনা নিয়েও রূপার এই পোস্টে নতুন বিতর্ক শুরু হল৷
advertisement
ইতিমধ্যেই জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল৷ কিন্তু তাঁর যে সেই তদন্তে আস্থা নেই, তা স্পষ্ট করে দিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়৷ এখনও পর্যন্ত জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে কোনও রাজনৈতিক দলই ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনেনি৷ কিন্তু দলের সাংসদ হয়েও রূপা গঙ্গোপাধ্যায়ের এই অভিযোগ বিজেপি-কেও অস্বস্তির মধ্যে ফেলে দিল৷ তাঁর বড় কারণ অবশ্যই দলের সঙ্গে তাঁর সাম্প্রতিক সম্পর্ক৷
advertisement
Sourajyoti Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2022 9:04 AM IST