সূত্রের খবর, বুধবার রাতে ট্রাক্টর বোঝাই কাটা গাছ নিয়ে নয়াগ্রাম থেকে পাশের ব্লক সাঁকরাইলে পাচার করা হচ্ছিল। ঠিক সেই সময়ই গ্রামবাসীরা ট্রাক্টরটি আটক করেন। অভিযোগ, প্রতিদিনই নয়াগ্ৰামের চাঁদাবিলা রেঞ্জের তপোবনের জঙ্গল থেকে এক চোরাকারবারি কাঠ পাচার করত সাঁকরাইলের বিভিন্ন জায়গায়। ঘটনার কথা জানতে পেরে ক্ষুব্ধ হন গ্রামবাসীরা। তাঁরা বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলেন হাতেনাতে কাঠ পাচারকারীকে ধরার। অবশেষে তাঁদের সেই প্রচেষ্টা সফল হল। তবে গোটা ঘটনায় তাঁরা বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন।
advertisement
আরও পড়ুন: ধরনা মঞ্চে বড় চমক! তৃণমূলে যোগ দিলেন অভিনেতা তরুণ কুমারের নাতি সৌরভ
গ্রামবাসীদের দাবি, দিনের পর দিন অবৈধ উপায়ে জঙ্গলের কাঠ কেটে পাচার হলেও বন দফতর কিছুই করছে না। এতে জঙ্গল ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। আর সেই কারণেই বন্যপ্রাণীরা ক্রমশ লোকালয়ে চলে আসছে।
রাজু সিং