TRENDING:

Kite Festival: বিশ্বকর্মা পুজো নয়! মকর সংক্রান্তি মানেই আকাশ জুড়ে ঘুড়ির কাটাকুটি...কোথায় জানেন?

Last Updated:

Kite: বিশ্বকর্মা পুজো বা স্বাধীনতা দিবস নয় এখানে ঘুড়ি মকর সংক্রান্তিতে, ছেলে-বুড়ো সকলে ঘুড়ি ওড়াতে ব্যস্ত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বিশ্বকর্মা পুজো নয় বা স্বাধীনতা দিবস নয়, মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ মানে ঘুড়ির উৎসব এখানে! মকর সংক্রান্তির আগের দিন থেকে ৩ দিনের ঘুড়ির উৎসব। গ্রামের ৮ থেকে ৮০ বয়সের মানুষ এই ঘুড়ির উৎসবে মেতে থাকেন।
advertisement

মকর সংক্রান্তির দিনকয়েক আগে থেকে দেখা যায় পৌষ পার্বণ বা ঘুড়ি উৎসবের প্রস্তুতি। ঘুড়ি উৎসব হাওড়ার বিভিন্ন গ্রামে। গত কয়েক বছরের তুলনায় এবার আরও জাঁকজমক ঘুড়ির উৎসব পালন। প্রতি বছর সকাল থেকে সন্ধা ঘুড়ি উড়ানোর চরম ব্যস্ততা গ্রামে।

আরও পড়ুন- দেহে আঘাতের চিহ্ন নেই! মহিলার পকেটে থাকা ফোনটা চালু করতেই…ভয়ঙ্কর! ঘাম ছুটল পুলিশেরও

advertisement

ভাড়ায় ‘বউ’ মেলে ভারতেও! ‘যুবতী’ হলেই প্রতি বছর ‘স্ত্রী’ করে নিয়ে যায় কারা…? জানলে শিউরে উঠবেন

পৌষ পার্বণ মানে বাংলার ঘরে ঘরে পিঠে। এই পিঠে উৎসব মানেই নানা পিঠের সঙ্গে নলেন গুড়। তিনদিনের পিঠে উৎসবে সরাইপিঠে, পুলি পিঠে , পাটিসাপটা, মালপোয়া আরও নানা পিঠে তৈরিতে ব্যস্ততা দেখা যায় মা ঠাকুমাদের। একই সঙ্গে এই মকর সংক্রান্তিতে ঘরে ঘরে লক্ষ্মী পুজোর রীতি। নানা রীতি বা রেওয়াজ এর সঙ্গে পৌষ পার্বণে ওতোপ্রোত ভাবে জড়িয়ে ঘুড়ি।

advertisement

আরও পড়ুন- প্রজনন ক্ষমতা তলানিতে! জনসংখ্যা যে হারে কমছে, শীঘ্রই ‘বিলুপ্ত’ হতে পারে…! জানেন কোন রাজ্য?

অধিকাংশ স্থানে বিশ্বকর্মা পুজো বা স্বাধীনতা দিবসে ঘুড়ি ওড়ানোর রীতি দেখা যায়।কিন্তু মকর সংক্রান্তিতেও ঘুড়ি উৎসব পালিত হয়। এই ঘুড়ির উৎসবে মেতেছে হাওড়ার পাঁচলা এলাকার বেশ কিছু গ্রাম। এখানে এই ঘুড়ির উৎসবের রীতি বা রেওয়াজ দীর্ঘদিনের। শিশুদের সঙ্গে প্রবীণরাও এই ঘুড়ির উৎসবে মেতে ওঠে। শৈশবের ফেলে আসা মুহূর্ত ফিরে পায় বয়স্করা। ছোট বড় সকলে এই ঘুড়ির উৎসব দারুণভাবে উপভোগ করেন।

advertisement

যদিও বর্তমান সময়ে এই ঘুড়ির উৎসব মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ মানুষ ঘুড়ি ওড়াতে ব্যবহার করতে নাইলন সুতো। এই সুতো মারাত্মক বিপদ ডেকে আনছে পশু-পাখি ও মানুষের। তাই নাইলন সুতোর পরিবর্তে পুরনো দিনের সুতির সুতো ব্যবহারের বার্তা দিচ্ছেন পরিবেশ কর্মীরা।

এ প্রসঙ্গে স্থানীয়রা জানান, সকাল থেকে বেলা যত বাড়তে থাকে আকাশে রঙ-বেরঙের ঘুড়ির সংখ্যা বাড়তে থাকে। দুপুর থেকে বিকেলে সর্বাধিক ঘুড়ি উড়তে দেখা যায়। পাঁচলার গঙ্গাধরপুর গোন্ডলপাড়া জুজারসাহা জয়নগর গ্রামে ঘুড়ি ওড়ানোর রীতি বেশি দেখা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kite Festival: বিশ্বকর্মা পুজো নয়! মকর সংক্রান্তি মানেই আকাশ জুড়ে ঘুড়ির কাটাকুটি...কোথায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল