দেহে আঘাতের চিহ্ন নেই! মহিলার পকেটে থাকা ফোনটা চালু করতেই...ভয়ঙ্কর! ঘাম ছুটল পুলিশেরও
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Husband-Wife Story: বিষয়টি এতটাই খারাপ অবস্থায় পৌঁছায় যে মহিলা লোনি থেকে দিল্লির জ্যোতি নগরে চলে যান। অন্যদিকে, ব্যক্তি লোনিতেই ছিলেন। ঘটনাটির কয়েক ঘণ্টা পরে স্বামী-স্ত্রীর দেহ দুই ভিন্ন এলাকায় পাওয়া যায়।
স্বামী-স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের ওপর নির্ভরশীল। যখন সেই বিশ্বাস শেষ হয়ে যায়, তখন সবকিছু ভেঙে পড়ার পথে চলে যায়। এমনই একটি ঘটনা সামনে এসেছে। মৃত মহিলার দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তবে পকেট থেকে পাওয়া বন্ধ মোবাইল ফোন চালু করতেই ঘাম ছুটে যায় পুলিশের! এ কী ভয়ঙ্কর কাণ্ড! রহস্য ফাঁস হয় ফোন থেকেই।
advertisement
advertisement
advertisement
দিল্লি পুলিশ জানিয়েছে যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। বিষয়টি এতটাই খারাপ অবস্থায় পৌঁছায় যে মহিলা লোনি থেকে দিল্লির জ্যোতি নগরে চলে যান। অন্যদিকে, ব্যক্তি লোনিতেই ছিলেন। ঘটনাটির কয়েক ঘণ্টা পরে স্বামী-স্ত্রীর দেহ দুই ভিন্ন এলাকায় পাওয়া যায়। স্ত্রীর দেহ জ্যোতি নগর এলাকায় পাওয়া যায়, আর স্বামীর দেহ লোনিতে। পুরুষটির দেহ লোনির তার বাড়ি থেকে উদ্ধার করা হয়, এবং মহিলার দেহ একটি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
**মোবাইল ফোনে ফাঁস হল রহস্য** পুলিশ জানিয়েছে যে মহিলার পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোনটি বন্ধ অবস্থায় ছিল। পুলিশ ফোনটি চালু করে এবং কথোপকথনের মাধ্যমে ঘটনাটি সামনে আসে। মহিলার পরিচয় শনাক্ত হয় শিবানী নামে, যিনি লোনি (উত্তর প্রদেশ)-এর জওহর নগরের বাসিন্দা বিজয় প্রতাপ চৌহানের স্ত্রী।
advertisement