বিট, গাঁদাফুল, গোলাপের পাপড়ি থেকে তৈরি হচ্ছে এই ভেষজ আবির । পূর্ব বর্ধমানের মেমারির পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলাদের । এলাকার চারটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে শেখানো হয়েছে এই ভেষজ আবির বানানো। যা বানিয়ে ইতিমধ্যেই তাক লাগিয়েছেন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পল্লিমঙ্গল সমিতির উদ্যোগেই এই আবিরগুলি বাজারজাত ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে । এই আবির গুলির দাম রাখা হয়েছে কেজি প্রতি ১৬০ টাকা ।
advertisement
আরও পড়ুন : কোনওমতেই দাম্পত্যে বনিবনা হচ্ছে না? একবার এই নিয়মগুলি মেনে দেখুন তো
প্রশিক্ষণ নেওয়া সঞ্চিতা পাল, নীলাঞ্জনা বারিকরা বলছেন, ‘‘প্রথমে ভেবেছিলাম শুধু বাড়িতে ব্যবহারের জন্যই আবির বানাব এখান থেকে প্রশিক্ষণ নিয়ে । কিন্তু পরে এটা বাণিজ্যিক ভাবে উৎপাদন আমাদের আর্থিক আনূকূল্য ও স্বনির্ভরের সুযোগ দিচ্ছে। আমাদের টার্গেট আছে ১০০ কেজি বানানো।’’
আরও পড়ুন : কনুই, হাঁটু, বাহুমূলের নাছোড়বান্দা কালো দাগ তুলে ফেলুন ঘরোয়া উপকরণেই
আরও পড়ুন : মহিলাদের সুন্দর সাজের গোপন রহস্য সঠিক অন্তর্বাস, তাই কেনার আগে এই বিষয় গুলি মনে রাখুন
যাঁরা এই প্রশিক্ষণ ও বাজারজাত করার ব্যবস্থা করেছেন, গ্রামীণ অর্থনীতির উন্নতি নিয়ে কাজ করা সেই পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার জানান, ‘‘এই কাজে যেমন চারটি গ্রুপের মহিলারা কাজের সুযোগ পাবেন, তেমনই সাধারণ মানুষ কম পয়সায় রাসায়নিকহীন আবির হাতে পাবেন। এটা সব রকম ভাবে নিরাপদ ও উৎকৃষ্ট মানের। সংস্থার তরফে জেলা স্তরের নানা আধিকারিকের কাছে এই আবির উপহার হিসাবেও পাঠানো হচ্ছে৷’’
( প্রতিবেদন : মালবিকা বিশ্বাস)