আরও পড়ুন: মাত্র ১৫০ টাকা খরচ! এই শীতেই ঘুরে আসুন গঙ্গাসাগর…ছুটি কাটানো থেকে তীর্থ দর্শন! কাটবে দারুণ
কিন্তু সেতুটি বাঁশের তৈরি হওয়ায় প্রতিবছর সেতু সংস্কারের প্রয়োজন পড়ে। কিন্তু দীর্ঘদিন সেই সেতু সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে সেই সেতুর উপর দিয়ে পারাপার করে গ্রামবাসীরা। বর্তমানে এই সেতু নতুন করে নির্মাণ করতে সরকারি সাহায্যের প্রয়োজন। সেজন্য স্থানীয়রা প্রশাসনের কাছে দারস্থ হয়েছিলেন। কিন্তু প্রশাসনের তরফে মিলেছে শুধুই প্রতিশ্রুতি। কিন্তু সেতু আর সারানো হয়নি, সেতু যেমন ছিল তেমনটাই রয়েছে বলে দাবি স্থানীয়দের।
advertisement
আরও পড়ুন: রাজ্যজুড়ে বার্ধক্য ভাতা পেতে সমস্যা, সমাধানে নজির অভিষেকের ‘এলাকায়’
এমতাবস্থায় গ্রামবাসীরা নিজেরাই কিছু বাঁশ কিনে সেতু সারাই করেছেন, কিন্তু এভাবে আর কতদিন সেই প্রশ্নই এখন করছেন সকলে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম প্রামানিক। এখন দেখার কবে এই বেহাল সেতুর সংস্কার হয়।
নবাব মল্লিক