আরও পড়ুন: কচুরিপানায় ভরে গিয়েছে নদী, রোজগারে টান মৎস্যজীবীদের
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, একটি পাকা নতুন রাস্তার। বসিরহাট শহরের সংলগ্ন হওয়া সত্ত্বেও প্রায় দশটি গ্রামের মানুষকে বহু পথ ঘুরে প্রায় এক ঘন্টা যাত্রা করে বসিরহাট শহরে যেতে হতো। কারণ শিয়ালদহ-হাসনাবাদ শাখার রেল লাইন ওই গ্রামের মধ্যে দিয়েই গিয়েছে। বসিরহাট জেলা হাসপাতাল, প্রশাসনিক বিভিন্ন দফতর, বসিরহাট মহকুমা আদালত ও থানায়ও ঘুর পথে যেতে হতো। প্রায় দশ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হতো স্থানীয়দের। রেল লাইন পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার মধ্যে পড়ে মৃত্যুও হতো। পাশেই নিমদাঁড়িয়া রেল স্টেশন। বিভিন্ন সময় কৃষকরা সব্জি নিয়ে স্টেশনে যেতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুও হয়েছে। এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল গ্রামের মানুষের মধ্যে।
advertisement
আরও পড়ুন: ক্রমশ শেষ হয়ে যাচ্ছে ভূগর্ভস্থ জলস্তর, এই উপায়ে মিলতে পারে রক্ষা
সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয় প্রশাসন সহ এলাকার কৃষকরা। প্রায় দুই শতাধিক কৃষক স্বেচ্ছায় তাদের জমিদান করলেন নতুন রাস্তার জন্য। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য ও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেই রাস্তার কাজ অবশেষে শুরু হল। প্রথম পর্যায়ে দুই কিলোমিটার রাস্তা তৈরি হবে। উপকৃত হবেন শহর ও গ্রাম মিলে প্রায় পঞ্চাশ হাজার মানুষ। পাশাপাশি ১০০ মিটারের মধ্যে রেল স্টেশনও পাবে তারা। নতুন রাস্তার আনন্দে এদিন কৃষকরা নিজেরাই মিষ্টি এনে একে ওপর কি মিষ্টি খাওয়ালেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গ্রামের উন্নয়ন যাতে জমিজটে আটকে না থাকে তার জন্য কৃষকদের এই স্বেচ্ছায় কৃষিজমি দানকে কুর্নিশ জানাচ্ছেন ওই এলাকার কয়েক হাজার মানুষ।
জুলফিকার মোল্যা