TRENDING:

Tarapith Temple: তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি, কী চাইলেন মা তারার কাছে! জানালেন নিজেই...

Last Updated:

Tarapith Mandir: দিল্লি থেকে বিমানে করে পানাগড় পৌঁছন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে চড়ে বীরভূম-ঝাড়খণ্ড সীমানার বায়ুসেনার সুঁড়িচুয়া এয়ারবেসে নামেন। সেখান থেকে সড়কপথে পৌঁছন তারাপীঠ মন্দিরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি এক সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। এ ছাড়াও ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। তিনি বর্তমানে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি। আজ দিল্লি থেকে বিমানে করে পানাগড় পৌঁছন তিনি। তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে চড়ে সকাল ৯টা ২৫ মিনিটে বীরভূম-ঝাড়খণ্ড সীমানার বায়ুসেনার সুঁড়িচুয়া এয়ারবেসে নামেন। সেখান থেকে ১০:১৫ মিনিটে সড়কপথে পৌঁছন তারাপীঠ মন্দিরে।
advertisement

সেখানে পুজো দেওয়ার পর ১০:৩৫ মিনিট নাগাদ তারাপীঠ থেকে বেড়িয়ে ১১:২০ মিনিটে ফের বায়ুসেনার চপারে চড়ে পানাগড়ের উদ্দেশ্য উড়ে যান। গতকাল থেকেই বীরভূম জেলা পুলিশ সুপার আমানদীপ সহ বীরভূম জেলাশাসক বিধান রায় এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা তারাপীঠ মন্দির পরিদর্শনের জন্য আসেন।

আরও পড়ুনঃ কিছুদিন ধরেই হাত-পা কাঁপছে? হাতে পায়ে ঝিন ধরছে? ভিটামিনের অভাব নাকি ‘এই’ ৫ ভয়ঙ্কর রোগের ইঙ্গিত? জানুন

advertisement

সকাল থেকেই তারাপীঠ মন্দির কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। কোনও বাইরের পর্যটককে মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়াও উপরাষ্ট্রপতি যে পথে তারাপীঠ মন্দির প্রবেশ করেন সেই পথের দু’ধারে দড়ি দিয়ে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরে তরফ থেকে ও অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়ন করা হয়। মন্দির কমিটির সূত্রে খবর পাঁচজনের একটি পুরোহিতের টিম গঠন করা হয়েছিল উপরাষ্ট্রপতির পুজো দেওয়ার জন্য।

advertisement

আরও পড়ুনঃ উচ্চতা অনুযায়ী কত ওজন হলে ‘পারফেক্ট’? বয়সের আন্দাজে কত হওয়া উচিৎ? চার্ট দেখে মিলিয়ে নিন…

উপরাষ্ট্রপতির পুরোহিত অমিত কুমার চট্টোপাধ্যায় বলেন, আজ উপরাষ্ট্রপতি পাঁচ রকম ফল, মিষ্টি, শাড়ি, আলতা, সিঁদুর-সহযোগে মা তারার পুজো দেন। প্রায় সাত মিনিট ধরে উপরাষ্ট্রপতি তার পরিবার এবং দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দেন বলে জানা যায়। কড়া পুলিশ নিরাপত্তার মাঝেও উপরাষ্ট্রপতিকে একবার দেখার জন্য সাধারণ এলাকাবাসী থেকে শুরু করে পর্যটকদের ভিড় জমে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarapith Temple: তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি, কী চাইলেন মা তারার কাছে! জানালেন নিজেই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল