হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গোপীনাথ মাহাতোর পুরোনো বেশ কিছু জটিল রোগ ছিল। তারপরেও অনেক ঝুঁকি নিয়ে অপারেশন করেন কোমরের। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গোপীনাথ মাহাতোর যে অস্ত্রোপচার করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় তাঁর নাম 'হেমি আথ্রোপ্লাস্টি'। অপারেশনের পর গোপীনাথ মাহাতো ভাল আছেন।
আরও পড়ুন: দমদম পোস্ট অফিসের সামনে কী এটা! হাতে তুলে যা করলেন সেলসম্যান যুবক...
advertisement
নয়াগ্রাম হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এ রকম অস্ত্রোপচার নয়াগ্রামের হাসপাতালে আগে হয়নি। নয়াগ্রামের মতো জায়গায় এ ধরনের বিরল অস্ত্রোপচার হওয়ায় পরিবারের সদস্যরা অর্থোপেডিক চিকিৎসক শাশ্বত দত্ত এবং অ্যানাস্থেটিস্ট শুভঙ্কর সামন্ত এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই ঘটনার পরে নয়াগ্রামের মতো হাসপাতালে চিকিৎসার জন্য চিকিৎসকদের ওপরে গ্রামবাসীদের আস্থা আরও বাড়বে।