সাপের উপদ্রবের জেরে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। নিম্নচাপের যে রাতভর টানা বৃষ্টি আর তার প্রভাবে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনা একাধিক নিচু জায়গা।
জল জমেছে বেহালা ১২৭ ওয়ার্ড সরশুনা সোনামুখী দাসপাড়া এলাকার জলমগ্ন। জলমগ্ন হওয়ার কারণে এলাকায় বাড়ছে সাপের উপদ্রব। এ বিষয়ে দেবাশীষ মন্ডল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গিয়েছে গোটা এলাকা বহু বাড়ি। জমা জলের কারণে কার্যত এলাকায় বাড়ছে সাপের উপদ্রব।
advertisement
আরও পড়ুন- নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত ছিল হাওড়া! বুধবার বিজেপির ডাকা বনধে কী ছবি জেলায়?
বেশ কয়েকজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিষধর সাপ। এলাকার মানুষেরা বিষধর সাপ উদ্ধার করে বন দফতরকে খবর দেয়। ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকেরা পৌঁছে বিষধর সাপ উদ্ধার করে নিয়ে যা
য়। সাপের উপদ্রবের কারণে রাতের ঘুম উঠেছে এলাকাবাসীদের আমরা আতঙ্কে থাকি। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নিম্নচাপের জেরে মুষলধারে বৃষ্টির কারণে এই সমস্যার সম্মুখীন হয়েছে স্থানীয়রা।
সুমন সাহা