TRENDING:

কম দামে রকমারি শাড়ি! পুজোর আগে 'এই' হাটে উপচে পড়ছে ভিড়! কেনাকাটা করতে যাবেন নাকি?

Last Updated:

Durga Puja Shopping: মা আসতে আর কয়েকদিনের অপেক্ষা, তার আগে তাঁতের কাপড়ের হাটে ক্রেতাদের ভিড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ সামনেই শারদ উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্রেতারা এশিয়ার সবচেয়ে বড় তাঁত কাপড়ের হাটে উপস্থিত হলেও তেমন বিক্রি নেই বলে জানাচ্ছেন তাঁত শিল্পীরা। আধুনিক মেশিনের কাছে মুখ থুবড়ে পড়েছে হস্ত চালিত তাঁত। হ্যান্ডলুমের শাড়ির থেকে পাওয়ারলুমের তৈরি শাড়ি কিংবা ভিনরাজ্যের শাড়ি দিকেই ক্রেতাদের বেশি ঝোঁক।
advertisement

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে নদিয়ার তাঁতের কাপড়ের হাটে তাঁত শাড়ি কেনার জন্য ভিড় জমেছে। তবে হাটে হ্যান্ডলুম শাড়ির থেকে বেশি বিক্রি হচ্ছে পাওয়ারলুমের তৈরি শাড়ি কিংবা ভিনরাজ্যের শাড়ি। তবে অন্যান্য বছরের তুলনায় ক্রেতারা একটু বেশিই আসছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বকেয়া বেতন, বোনাস, মাইনে বাড়ানোর দাবিতে বন্ধ ছিল কাজ! প্রায় ১৭০০ কর্মীর কর্মবিরতিতে ইতি, পুজোর আগেই কাটল জট

advertisement

শাড়ি ব্যবসায়ীদের প্রশ্ন, এখন ভিড় বাড়লেও পুজো মিটে গেলে সংসার কীভাবে চলবে? আগে মানুষ হাতে বোনা শাড়ি কিনত। এখন কম দামি সফ্ট শাড়ির দিকে মন ঘুরেছে বাঙালির। এদিকে এই পাওয়ারলুমের শাড়ির কদর বাড়ার কারণে ধুঁকছে বাংলার তাঁত। শান্তিপুরের ঐতিহ্য আজ হারাতে বসেছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিক্রেতারা অবশ্য জানাচ্ছেন, এই হাটে এসে তাঁরা বেশ খুশি। বিভিন্ন দামের শাড়ি এক জায়গায় নানা স্টলে ঘুরে ঘুরে দেখে কিনতে পারছেন। দামও সাধ্যের মধ্যেই। সামাজিক মাধ্যমে এত প্রচার দেখেছেন বলেই আজ দূরদূরান্ত থেকে শাড়ি কিনতে ছুটে আসছেন। সব মিলিয়ে, মা আসতে আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। তার আগে সস্তায় শাড়ি কিনতে তাঁত কাপড়ের হাটে ভিড় করেছেন ক্রেতারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কম দামে রকমারি শাড়ি! পুজোর আগে 'এই' হাটে উপচে পড়ছে ভিড়! কেনাকাটা করতে যাবেন নাকি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল