সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে নদিয়ার তাঁতের কাপড়ের হাটে তাঁত শাড়ি কেনার জন্য ভিড় জমেছে। তবে হাটে হ্যান্ডলুম শাড়ির থেকে বেশি বিক্রি হচ্ছে পাওয়ারলুমের তৈরি শাড়ি কিংবা ভিনরাজ্যের শাড়ি। তবে অন্যান্য বছরের তুলনায় ক্রেতারা একটু বেশিই আসছেন বলে জানা গিয়েছে।
advertisement
শাড়ি ব্যবসায়ীদের প্রশ্ন, এখন ভিড় বাড়লেও পুজো মিটে গেলে সংসার কীভাবে চলবে? আগে মানুষ হাতে বোনা শাড়ি কিনত। এখন কম দামি সফ্ট শাড়ির দিকে মন ঘুরেছে বাঙালির। এদিকে এই পাওয়ারলুমের শাড়ির কদর বাড়ার কারণে ধুঁকছে বাংলার তাঁত। শান্তিপুরের ঐতিহ্য আজ হারাতে বসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিক্রেতারা অবশ্য জানাচ্ছেন, এই হাটে এসে তাঁরা বেশ খুশি। বিভিন্ন দামের শাড়ি এক জায়গায় নানা স্টলে ঘুরে ঘুরে দেখে কিনতে পারছেন। দামও সাধ্যের মধ্যেই। সামাজিক মাধ্যমে এত প্রচার দেখেছেন বলেই আজ দূরদূরান্ত থেকে শাড়ি কিনতে ছুটে আসছেন। সব মিলিয়ে, মা আসতে আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। তার আগে সস্তায় শাড়ি কিনতে তাঁত কাপড়ের হাটে ভিড় করেছেন ক্রেতারা।