বকেয়া বেতন, বোনাস, মাইনে বাড়ানোর দাবিতে বন্ধ ছিল কাজ! প্রায় ১৭০০ কর্মীর কর্মবিরতিতে ইতি, পুজোর আগেই কাটল জট
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Purulia Municipality: শহরের বিভিন্ন রাস্তায় আবর্জনার স্তূপ জমতে শুরু করেছিল, সাফাইকর্মীদের কর্মবিরতির জন্য চরম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন পৌর নাগরিকরা
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডলঃ ৮ দিনের মাথায় কর্মবিরতিতে ইতি পড়ল। দুর্গাপুজোর মুখে ফের কাজে যোগ দিলেন পুরুলিয়ার পৌরসভার প্রায় ১৭০০ সাফাইকর্মী। আজ থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আবার কাজ শুরু হল।
বকেয়া বেতন, পুজোর বোনাস ও বেতন বৃদ্ধির দাবিতে গত ১ তারিখ থেকে কাজে যোগ দেননি পুরুলিয়া পৌরসভার প্রায় ১৭০০ অস্থায়ী সাফাইকর্মী। এর জেরে পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় আবর্জনার স্তূপ জমতে শুরু করে। পুরুলিয়া পৌরসভার সাফাইকর্মীদের এই কর্মবিরতির জন্য চরম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন পৌর নাগরিকরা। অবশেষে সেই ‘স্ট্রাইক’ শেষ হল।
আরও পড়ুনঃ ময়নাতদন্তের রিপোর্ট পেতে নাজেহাল! হাসপাতালে এসে ঘুরে যাচ্ছেন মৃতের আত্মীয়রা, কাঠগড়ায় ডাক্তার
সাফাইকর্মীদের কর্মবিরতি নিয়ে বারবার বৈঠকে বসেছিল পুরুলিয়া পৌরসভা। অবশেষে শনিবারের বৈঠকে সমস্যার সমাধান হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক। সেখানে বেতন বৃদ্ধির দাবি নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই মতো পুজোর মুখে কর্মবিরতি থেকে সরে আসেন সাফাইকর্মীরা।
advertisement
advertisement
চলতি মাসের ১ তারিখ থেকে পুরুলিয়ার পৌরসভার প্রায় ১৭০০ সাফাইকর্মী কর্মবিরতি শুরু করেন। কাজ বন্ধ রেখে তাঁদের আন্দোলনের জেরে রাস্তার ধারে জমা হচ্ছিল আবর্জনার স্তূপ। অবশেষে শনিবারের বৈঠকে জট কাটে। পুজোর মুখে আজ থেকে ফের কাজে যোগ দিলেন তাঁরা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বকেয়া বেতন, বোনাস, মাইনে বাড়ানোর দাবিতে বন্ধ ছিল কাজ! প্রায় ১৭০০ কর্মীর কর্মবিরতিতে ইতি, পুজোর আগেই কাটল জট