তারাপীঠ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় কয়েক হাজার লজ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে এই তারাপীঠ চত্বরে। অনেকে আসেন যারা তারাপীঠের বিভিন্ন খাবারের হোটেলে মাছ মাংস কিংবা ডিম দিয়ে রকমারি খাবার খেয়ে থাকেন। আবার অনেকে আছেন যারা সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে চান। কিন্তু তারাপীঠে সেই অর্থে এতদিন কোনও নিরামিষ খাবারের হোটেল ছিল না।এবার তাদের কথা চিন্তা করেই খুবই স্বল্প মূল্যে ভাত-ডাল, দু’রকমের সবজি, চাটনি, পাপড় দিয়ে নিরামিষ ভাত খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৭০ টাকার বিনিময়ে এই নিরামিষ খাবারের ব্যবস্থা চালু হয়েছে।
advertisement
আরও পড়ুন: তারাপীঠে নামমাত্র খরচে দারুণ থাকার জায়গা! মায়ের পুজো সঙ্গে নিরিবিলিতে ছুটি কাটান!
কী ভাবে পৌঁছাবেন এই হোটেল?এই হোটেল এ যেতে গেলে আপনাকে তারামা সরণী থেকে বেরিয়ে ডান দিকে এগিয়ে যেতে হবে। সেখানেSBI ATM এর সামনে বামতারা হোটেলের একদম সামনে পড়বে এই মাধবী হোটেল।হোটেলের মালিক বুবাই রায় জানান ৭০ টাকায় ভাত ডাল দু’রকমসবজি, আলুভাজা, চাটনি পাওয়া যায়। এছাড়াও পনিরের বিভিন্ন রান্না যেমন পনির বাটার মাসালা,পনির টিক্কা, চিলি পনির এসবও মিলবে এখানে।রাতের মেনুতে থাকছেরুমালি রুটি, তড়কা, চানা মশলা সমেত রকমারিখাবার পাওয়া যায় সম্পূর্ণ নিরামিষ।
কলকাতা থেকে আগত এক দর্শনার্থী জানান, আগে অনেকবার তিনি তারাপীঠ এসেছেন তবে এসে মা তারার পুজো দিয়ে বাড়ি ফিরে গেছেন উপবাস থেকেই। কারণ তিনি সম্পূর্ণ নিরামিষ খাবার খান।এর আগে তারাপীঠ এলাকায় তেমন কোনও নিরামিষ খাবারের দোকান ছিল না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তবে এবার থেকে তিনি তারাপীঠ এলে অন্তত দু’দিন থাকবেন কারণআর খাবার নিয়ে কোনওঅসুবিধা রইলনা।
সৌভিক রায়