TRENDING:

Murshidabad News: ফের আগের রূপে সব্জি থেকে ফল! হাত দিলেই লাগছে ছ্যাকা! কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

Last Updated:

বর্তমানে সবজি থেকে ফলের অত্যাধিক দাম বেশি। দাম নিয়ন্ত্রণে আনতে মাঠে নামল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বর্তমানে বসন্ত শেষ হতেই গ্রীষ্ম ধীরে ধীরে প্রবেশ করেছে। বর্তমানে সবজি থেকে ফলের অত্যাধিক দাম বেশি। দাম নিয়ন্ত্রণে আনতে মাঠে নামল পুলিশ। পুলিশের উদ্দ‍্যোগে রেজিনগর থানার ওসি উৎপল কুমার দাস সহ তার টিম নিয়ে, রেজিনগর বাজার চত্বরে ফল ব্যবসায়ী থেকে শুরু করে সবজি ও মাছ বাজারে গিয়ে বিক্রেতাদের সরাসরি জানানো হয় এবং সঠিক মূল‍্যে সবজি থেকে ফল বিক্রি করতে আবেদন করা হয়।
advertisement

বিক্রেতারা জানিয়েছেন, কমলালেবুর দাম গত কয়েক দিন আগেও ছিল ১০-১২ টাকা প্রতি পিস। তা বেড়ে হয়েছে ১৫-২০ টাকা। আপেল ১৪০-১৫০ টাকা কেজি থেকে বেড়ে হয়েছে ১৮০-২০০ টাকা, আঙুরের কেজি ৭০ টাকা কেজি থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা, তরমুজের দাম ২০-২৫ টাকা কেজি থেকে বেড়ে হয়েছে ৩০-৪০ টাকা। এক ডজন কলার দাম ছিল ৩০-৪০ টাকা, এখন তা হয়েছে ৭০-৮০ টাকা।.

advertisement

আরও পড়ুন: নৌকায় চড়ে নদী পার করছিল পণ্য বোঝাই লরি! মাঝ পথে যেতেই পাল্টি, বাকি ইতিহাস!

এখানেই শেষ নয়, ১০০-১২০ টাকা কেজির খেজুরের দাম বেড়ে হয়েছে ২০০-২৫০ টাকা। বেড়েছে আনাজের দামও। আলুর কেজি ১৭-১৮ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা কেজি, পটল ৯০ টাকা কেজি, ঝিঙে ৮০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি, কুমড়ো ৩০ টাকা কেজি, রসুন ২০০-২৫০ টাকা কেজি, আদা ২০০ টাকা কেজি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এক ফল বিক্রেতা অবশ্য বলেন, ‘‘এখন আড়তদারেরা কৃত্রিম চাহিদা তৈরি করেন। তাই ফলের দাম হঠাৎ বেড়ে গিয়েছে। হঠাৎ করে ফলের দাম অনেকটাই বেড়েছে, এটা ঠিক। কিন্তু এই দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে নেই। তবে কোথাও যাতে কালোবাজারি না হয়, সে জন্য প্রশাসনের সর্বস্তরে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’ যদিও পুলিশ জানিয়েছে, সঠিকভাবে জিনিস বিক্রি না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই বার্তা দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ফের আগের রূপে সব্জি থেকে ফল! হাত দিলেই লাগছে ছ্যাকা! কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল