Murshidabad News: নৌকায় চড়ে নদী পার করছিল পণ্য বোঝাই লরি! মাঝ পথে যেতেই পাল্টি, বাকি ইতিহাস!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
নদীতে নৌকা উল্টে জলে পড়ল পণ্যবোঝাই লরি! নিখোঁজ চালক
মুর্শিদাবাদ: ভাগীরথী নদীতে পারাপার করার সময় মাঝ নদীতে উল্টে গেল একটি পণ্য বোঝাই লরি। এই ঘটনায় নিখোঁজ লরির চালক। মুর্শিদাবাদের শক্তিপুর থানার রামনগর ঘাটের ঘটনা। এই ঘটনায় লরির চালক নেপাল সর্দার তলিয়ে যান জলে। ৪৫ বছরের নেপালের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, এই ঘটনায় আহত হয়েছেন ঊর্মিলা সর্দার নামে ৬০ বছরের এক বৃদ্ধা। তিনি পণ্য বোঝাই গাড়ির ধাক্কায় ভাগীরথী নদীতে পড়ে যান। পড়ে তাকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে খবর, দুধের টিনবোঝাই একটি লরি কলকাতার চিড়িয়া মোড় থেকে মুর্শিদাবাদের শক্তিপুরের দিকে যাচ্ছিল। ভাগীরথী নদীতে রামনগর ঘাট দিয়ে ট্রলারে পারাপারের সময় লরিটি এক দিকে কাত হয়ে নদীতে পড়ে যায়। চোখের সামনে লরিটিকে ডুবে যেতে দেখেন সকলে। ওই দুর্ঘটনার জখম হন ঊর্মিলা নামে একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিপুর থানার পুলিশ। ডুবুরিদের সহায়তায় খোঁজ করা হচ্ছে লরি চালকের। শুরু হয়েছে লরি উদ্ধারের কাজও।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এক বৃদ্ধা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রামনগর ঘাট পেরিয়েই দুই জেলার সব্জি, বালি, সিমেন্ট, ধান, ভূসিমাল, মুদিখানার মাল ভর্তি লরি গন্তব্যে পৌঁছয়। রেজিনগর ব্লকের শক্তিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম রামনগর ফেরিঘাট।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিদিন মালবোঝাই ট্রাক, যানবাহন-সহ সাধারন মানুষ এই ঘাটের ওপর দিয়েই যাতায়াত করে। ফলে পদে পদে দুর্ঘটনার আশঙ্কা করে স্থানীয় থেকে নিত্যযাত্রীরা। শুধু মানুষজন নয়, নৌকার ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 1:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: নৌকায় চড়ে নদী পার করছিল পণ্য বোঝাই লরি! মাঝ পথে যেতেই পাল্টি, বাকি ইতিহাস!