TRENDING:

Vegetable Price: আকাশছোঁয়া আলু, পটল, টম‍্যাটো! দাম কমাতে আর ক'দিন হাতে? কড়া নজরদারি টাস্ক ফোর্সের

Last Updated:

Vegetable Price: সবজি বাজারে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হারে বেড়ে যাওয়ায় এই মুহুর্তে রাজ্য জুড়ে সর্বত্র চলছে তোলপাড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সম্প্রতি সবজি বাজারে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হারে বেড়ে যাওয়ায় এই মুহুর্তে রাজ্য জুড়ে সর্বত্র চলছে তোলপাড়। বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুর শহর সংলগ্ন কতবেল তলা বাজার ঘুরে দেখলেন সদর মহকুমা শাসক ও জেলা টাস্ক ফোর্সের আধিকারিকরা।
advertisement

আকাশছোঁয়া সবজির দাম নিয়ে পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে এবং একইসঙ্গে দাম কতটা কমল তা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট জমা দিতে হবে, স্পষ্ট জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বহরমপুরে অভিযান করল টাস্ক ফোর্স।

আরও পড়ুন: বর্ষায় দেদার খাচ্ছেন ইলিশ, চিংড়ি! ইউরিক অ‍্যাসিড বাড়ছে না তো? কোন মাছ খেলে হতে পারে বিপদ? এখনই জেনে সাবধান হন

advertisement

উদ্দেশ্য, জনসাধারণ অর্থাৎ সাধারণ ক্রেতারা যেন সঠিক মূল্যে জিনিস পান। কোথাও যেন কোনও কারনেই অতিরিক্ত দাম না নেওয়া হয় ক্রেতাদের কাছে মূলত এই বিষয়েই বাজারে প্রত্যেক দোকানদারদের সঙ্গে কথা বলেন তারা।

View More

যদিও সবজি বিক্রেতাদের দাবি, এভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। বরং রাজ্য সরকারের পক্ষ থেকে যদি প্রত্যেক সবজির দাম নির্দিষ্ট করে দেওয়া হয় পেট্রোল, ডিজেলের মতো করে, একমাত্র তবে এই সমস্যা থেকে রেহাই পেতে পারে জনসাধারণ। এমনটাই মনে করছেন এই বাজারের সবজি বিক্রেতারা।

advertisement

আরও পড়ুন: মাত্র ৮ বছরে নেশায় হাতেখড়ি, মদের সঙ্গে যোগ হয় ড্রাগসও! পুড়ে ছাই হয়ে যায় ৫২ কোটির বাড়ি, নায়িকার জীবনটাই যেন সিনেমা

অন্যদিকে, এদিন এই বাজার পরিদর্শন সেরে সদর মহকুমা শাসক জানিয়েছেন, এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও কোনও সমস্যা দেখা দেয়নি। তবে যদি কোথাও তেমন কোনও বিষয় নজরে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

advertisement

বাজারে প্রতি কেজি শসা ৫০ টাকা, লঙ্কা ৮০ টাকা, চন্দ্রমুখী আলু ৪৫ টাকা, জ্যোতি আলু ৪০ টাকা, টমেটো ৬০ টাকা, রসুন ১৬০ টাকা, আদা ১৩০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটল ৩৫ টাকা, ঝিঙা ৬৫ টাকা, ক্যাপসিকাম ১০০ টাকা, গাজর ৬০ টাকা, বিট ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
সামনের লম্বা ছুটিতে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! কোথায় পড়বে কত খরচ, জানুন
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetable Price: আকাশছোঁয়া আলু, পটল, টম‍্যাটো! দাম কমাতে আর ক'দিন হাতে? কড়া নজরদারি টাস্ক ফোর্সের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল