কথা বললেন সবজি, ফল, মাছ, মাংস বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে। বাজারজাত সবজির দামের চেয়ে ক্রেতাদের কাছে বেশি দাম নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন দফতরের আধিকারিকরা। পাশাপাশি হাট বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তার উপর উচ্ছিষ্ট সবজির খোসা বা মাছ মাংসের উচ্ছিষ্ট জিনিস না ফেলার হুশিয়ারি দেওয়া হয় বিক্রেতাদের।
advertisement
এইদিন বাজারে আসা ক্রেতারা বলেন, বিগত বছরের তুলনায় এবছর শীতের সবজি অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। সমস্ত জিনিসেরই মূল্য বেড়ে গিয়েছে। যে অভিযান হচ্ছে তা খুবই ভাল এতে কিছুটা হলেও স্বস্তি মিলবে।
এ বিষয়ে পুরুলিয়ার এক্সিকিউটিভ মার্কেটিং অফিসার ভবেশ চন্দ্র দাস বলেন, আগের তুলনায় দাম মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। আগামী দিনে দাম আরও কমবে। তাদের তরফ থেকে সকলকে নির্ধারিত মূল্যে জিনিস বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজারদর অগ্নিমূল্যের কারণে বারবার অভিযোগ আসছিল। এবার সেই অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। লাগাতার এই অভিযানের জেরে বাজার দর নিয়ন্ত্রণে আসবে এমনটাই আশা রাখছেন ক্রেতারা।





