TRENDING:

Biryani Offer: ধামাকা অফার বিরিয়ানিতে! সঙ্গে রয়েছে বাম্পার কম্বো, এক প্লেটের দাম ৫০ টাকারও কম, কোথায় জানেন?

Last Updated:

Biryani Offer: পুজোর সময় থেকেই এই ক্যাফেটি জনপ্রিয়তা পেয়ে যায়। আর এই ক্যাফের সবথেকে হাই ডিমান্ড আইটেম বিরিয়ানি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : বিরিয়ানি লাভারদের জন্য বড় সুখবর। কারণ এবার দুর্গাপুরের সিটি সেন্টারে বসে নামমাত্র দামে পেয়ে যাবেন বিরিয়ানি। বিরিয়ানির স্বাদ হবে অতুলনীয়। দামে কম হলেও পাবেন ভাল মানের বিরিয়ানি। দুর্গাপুরের দুই বন্ধু এমন সুযোগ দিচ্ছেন ফুড লাভারদের। শুধু বিরিয়ানি নয়, একই সঙ্গে রয়েছে নানান চাইনিজ কম্বো। পকেট ফ্রেন্ডলি দামে রয়েছে লাঞ্চ থালিও।
advertisement

দুর্গাপুর সিটি সেন্টার এলাকার মৌলনা আজাদ বাস স্ট্যান্ড। সেখান থেকে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে একটি ক্যাফে। পাঁচ মাস আগে এই ক্যাফের পথচলা শুরু। পুজোর সময় থেকেই এই ক্যাফেটি জনপ্রিয়তা পেয়ে যায়। আর এই ক্যাফের সবথেকে হাই ডিমান্ড আইটেম বিরিয়ানি। দুপুর থেকেই এখানে বিরিয়ানি পাওয়া যায়।

আরও পড়ুন-          মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

advertisement

যতক্ষণ পর্যন্ত বিরিয়ানি স্টকে থাকে, ততক্ষণ পর্যন্ত পাওয়া যায় এই অফার। তাছাড়াও প্রত্যেকদিনই থাকে বিশেষ কম্বো অফারও। যদিও এখানে ৪৯ টাকায় যে বিরিয়ানি পাওয়া যায়, তা হল ভেজ বিরিয়ানি। এগ বিরিয়ানি পাওয়া যায় ৭৯ টাকায়। আর ৯৯ টাকায় পাওয়া যায় চিকেন বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে চিকেন চাপের কম্বো অফার রয়েছে এখানে।

advertisement

আরও পড়ুন-         মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

তাছাড়াও চিলি চিকেন – ফ্রাইড রাইস , চিলি চিকেন – পরোটার মত জনপ্রিয় কম্বো থাকে ৬৯ টাকা, ৫৯ টাকার মতো বিভিন্ন দামে। যে কারণে দুপুর থেকে এই ক্যাফেতে ক্রেতাদের ভিড় জমতে শুরু করে। দুপুরে থাকে বিশেষ বাঙালি থালি। ভেজ থালির দাম শুরু হয় মাত্র ৩৫ টাকা থেকে। বিক্রেতারা বলছেন, কম দামে ভাল বিরিয়ানি তুলে দেওয়ার জন্যই তারা এই উদ্যোগ নিয়েছেন। স্থানীয় এলাকায় বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাদের কাছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Biryani Offer: ধামাকা অফার বিরিয়ানিতে! সঙ্গে রয়েছে বাম্পার কম্বো, এক প্লেটের দাম ৫০ টাকারও কম, কোথায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল