দুর্গাপুর সিটি সেন্টার এলাকার মৌলনা আজাদ বাস স্ট্যান্ড। সেখান থেকে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে একটি ক্যাফে। পাঁচ মাস আগে এই ক্যাফের পথচলা শুরু। পুজোর সময় থেকেই এই ক্যাফেটি জনপ্রিয়তা পেয়ে যায়। আর এই ক্যাফের সবথেকে হাই ডিমান্ড আইটেম বিরিয়ানি। দুপুর থেকেই এখানে বিরিয়ানি পাওয়া যায়।
advertisement
যতক্ষণ পর্যন্ত বিরিয়ানি স্টকে থাকে, ততক্ষণ পর্যন্ত পাওয়া যায় এই অফার। তাছাড়াও প্রত্যেকদিনই থাকে বিশেষ কম্বো অফারও। যদিও এখানে ৪৯ টাকায় যে বিরিয়ানি পাওয়া যায়, তা হল ভেজ বিরিয়ানি। এগ বিরিয়ানি পাওয়া যায় ৭৯ টাকায়। আর ৯৯ টাকায় পাওয়া যায় চিকেন বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে চিকেন চাপের কম্বো অফার রয়েছে এখানে।
তাছাড়াও চিলি চিকেন – ফ্রাইড রাইস , চিলি চিকেন – পরোটার মত জনপ্রিয় কম্বো থাকে ৬৯ টাকা, ৫৯ টাকার মতো বিভিন্ন দামে। যে কারণে দুপুর থেকে এই ক্যাফেতে ক্রেতাদের ভিড় জমতে শুরু করে। দুপুরে থাকে বিশেষ বাঙালি থালি। ভেজ থালির দাম শুরু হয় মাত্র ৩৫ টাকা থেকে। বিক্রেতারা বলছেন, কম দামে ভাল বিরিয়ানি তুলে দেওয়ার জন্যই তারা এই উদ্যোগ নিয়েছেন। স্থানীয় এলাকায় বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাদের কাছে।
নয়ন ঘোষ