আরও পড়ুন: ভাইফোঁটার আগের দিন ভিন্নরূপে ধরা দিলেন জেলাশাসক
এ বিষয়ে পুরুলিয়ার ওই মিষ্টি দোকানের এক কর্মচারী বলেন, বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি তৈরি করেছেন, যাতে সব ধরনের ক্রেতারা এসে নিজেদের পছন্দমত মিষ্টি পান সেটাই তাঁদের লক্ষ্য। এরই পাশাপাশি ড্রাই ফ্রুটসের বিভিন্ন গিফটও তাঁরা ভাইফোঁটা উপলক্ষে রেখেছেন। রকমারি এইসব মিষ্টি কেনার জন্য মানুষের যথেষ্ট সারা রয়েছে।
advertisement
এ বিষয়ে এক ক্রেতা বলেন, সারা বছরই এই মিষ্টির দোকান নতুনত্ব মিষ্টির সম্ভার নিয়ে হাজির থাকে। বিশেষ করে যে কোনও অনুষ্ঠানের দিনগুলোতে তারা মানুষকে খালি হাতে ফেরায় না। অন্যান্য জায়গায় মিষ্টির দোকানে ভাইফোঁটার সময় মিষ্টি শেষ হয়ে গেলেও এই দোকানে কাস্টমারের চাহিদা অনুযায়ী অনেকটাই বেশি মিষ্টি তৈরি করা হয়। তাই কাস্টমারও খুশি মনে এখান থেকে মিষ্টি কিনতে পারে।
শর্মিষ্ঠা ব্যানার্জি