এই প্রসঙ্গে নার্সারির কর্ণধার শঙ্কর দত্ত বলেন , “বহু বিদেশি আমের চারা রয়েছে। বিভিন্ন গাছের চারা আছে যেগুলো বিদেশ থেকে আসে। ফলনও ভাল হয় তবে স্বাদ ভিন্ন ধরনের হয়।” মিয়াজাকি, চিয়াং মাই, রেড আইভরি, ন্যাম ডক মাই, টমি আটকিনস, পালমার, ব্যানানা কিং, থ্রি টেস্ট সহ আরও বিভিন্ন আমের চারা পাওয়া যাচ্ছে। বিদেশি আমের সম্ভার দেখে তাক লেগে যাবে অনেকেরই। বিভিন্ন ধরনের বিদেশি আম এবং গাছ রয়েছে নার্সারিতে। কিছু কিছু এমন আম রয়েছে যা দেখলে অনেকেই বেশ কিছুটা অবাকও হবেন।
advertisement
আরও পড়ুন: কি এমন হল! কলকাতা থেকে ফটোগ্রাফাররা দামি দামি ক্যামেরা নিয়ে ছুটে আসছেন বর্ধমানে
এমন এক আম রয়েছে যেটা বড় হলে ওজন ছাড়িয়ে যায় ২ কেজিরও বেশি, আবার এমনও আম রয়েছে যা কলার থেকেও লম্বা, এছাড়াও থ্রি টেস্ট অর্থাৎ একটা আম থেকে তিন রকম স্বাদ পাওয়া যাবে সেরকম প্রজাতির আমও রয়েছে নার্সারিতে। এই প্রসঙ্গে নার্সারির এক কর্মচারী বলেন, “অনেকেই আসেন চারা কেনার জন্য। এখন বিদেশি আমের চারা গাছের ভাল চাহিদা রয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাইওয়ান, চিন , জাপান, মালয়েশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকেও গাছের চারা আসে। কেউ চাইলে এই বিদেশি আমের ব্যবসাও করতে পারেন। সেক্ষেত্রে দেশি আমের থেকে বিদেশি আমের ব্যবসায় লাভও বেশি হবে। দেশি আম গাছ থেকে বছরে মাত্র একবার ফলন পাওয়া যায়। কিন্তু এমন কিছু বিদেশি আম রয়েছে যা খেতেও মিষ্টি এবং বছরে একাধিকবার ফলনও পাওয়া যাবে।
স্বভাবতই ব্যবসার ক্ষেত্রেও বেশ লাভজনক হবে বিদেশি আমের চারা। এই বিদেশি আমের চারা বাড়িতে ছাদ বাগানে টবের মধ্যেও বসানো যাবে অনায়াসে। সবমিলিয়ে এবার হিমসাগর, ল্যাংড়া নয়, পূর্ব বর্ধমানে চাহিদা বাড়ছে বিদেশি আমের। চাইলে যে কেউ এই নার্সারি থেকে বিদেশি আম গাছের চারা কিনতে পারেন।
বনোয়ারীলাল চৌধুরী