East Bardhaman News: কি এমন হল! কলকাতা থেকে ফটোগ্রাফাররা দামি দামি ক্যামেরা নিয়ে ছুটে আসছেন বর্ধমানে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
বাগানের মধ্যে পাতা রয়েছে ট্রায়পড, আর তার উপর লাগানো রয়েছে দামি ক্যামেরা
পূর্ব বর্ধমান: আমগাছের ছোট্ট ডালে বাসার মধ্যেই বড় হচ্ছে সাদা দুধরাজ পাখির ছোট ছোট বাচ্চারা। লম্বা লেজওয়ালা দুধরাজ খাবার সংগ্রহ করে নিয়েও আসছে তাদের জন্য। আর এহেন সুন্দর ছবি ফ্রেম বন্দি করার জন্যই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ভিড় জমিয়েছেন বহু ফটোগ্রাফার। আম বাগানের মধ্যে পাতা রয়েছে ট্রায়পড, আর তার উপর লাগানো রয়েছে দামী দামী ক্যামেরা। ঘণ্টার পর ঘন্টা ধরে বাগানের মধ্যেই সময় কাটাচ্ছেন একাধিক চিত্রগ্রাহক। রাজ্যের নানা প্রান্ত থেকে এই চিত্রগ্রাহকরা এসেছেন শুধুমাত্র পাখির ছবি তোলার জন্য।
পূর্বস্থলীর চুপির পাখিরালয় রাজ্যের অন্যতম একটা পর্যটনকেন্দ্র। শীতকালে এই জায়গায় দেখা যায় প্রচুর পরিযায়ী পাখি। তবে এবার গ্রীষ্মকালেও পূর্বস্থলী লাগোয়া বেশ কিছু আমবাগানে দেখা মিলছে পাখির। পাখিদের প্রত্যেকটা মুহূর্তের সেই ছবি তোলার জন্যই ছুটে আসছেন বহু ফটোগ্রাফার। কলকাতা থেকে ছবি তুলতে এসে চিত্রগ্রাহক অভীক রায় বলেন, “প্রত্যেক বছরই আমরা ছবি তোলার জন্য আসি, সেরকম এ বছরেও ছবি তোলার জন্য এসেছি। ভাল ছবি হচ্ছে, আমাদেরও বেশ ভাল লাগছে।”
advertisement
advertisement
মধ্যপ্রদেশে অবাধ বিচরণ করে ইণ্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার বা দুধরাজ৷ তবে ২০০৪ সালে একটি সমীক্ষায় জানা গিয়েছে, এই ইণ্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার প্রায় দূর্লভ পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু গ্রীষ্মকাল এলেই এই পাখির দেখা মিলছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। আর এর টানেই চিত্রগ্রাহকরা ছুটে আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে৷ পূর্বস্থলীর চুপিতে প্রচুর নৌকা মাঝি রয়েছে। এই মাঝিরা চিত্রগ্রাহকদের শীতের সময় নৌকা করে পরিযায়ী পাখি দেখায়। এভাবে মাঝিদের সঙ্গে চিত্রগ্রাহকদেরও একটা ভাল সম্পর্ক গড়ে উঠেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই স্থানীয় কিছু নৌকা মাঝি গ্রীষ্মকালে কোথায় পাখি বাসা বেঁধেছে তার খোঁজ চালান।খোঁজ মিললেই তারা খবর দেন পাখিপ্রেমী চিত্রগ্রাহকদের। তারপরই ভিড় জমাতে থাকেন ফটোগ্রাফাররা।
তবে সকল ফটোগ্রাফার খুবই সাবধানে ছবি তোলেন এবং পাখিদের কেউ কোনভাবে বিরক্ত করেন না। তারা সকলে সাধারণ মানুষের উদ্যেশ্যেও একই বার্তা দিয়েছেন। তবে সবশেষে এটা বলাই যায় পূর্বস্থলীতে পাখিরাই যেন আরও মজবুত করে তুলছে এখানকার পর্যটন শিল্পকে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 28, 2025 1:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কি এমন হল! কলকাতা থেকে ফটোগ্রাফাররা দামি দামি ক্যামেরা নিয়ে ছুটে আসছেন বর্ধমানে