TRENDING:

Vande Mataram: বন্দেমাতরমের দেড়শো বছরপূর্তি, ১৫০ কণ্ঠে ধ্বনিত হল জাতীয় স্তোত্র! গায়ে কাঁটা দেওয়া অনুভূতি, রইল ভিডিও

Last Updated:

Vande Mataram: চলতি বছর ভারতের জাতীয় স্তোত্র ১৫০'তম বর্ষে পদার্পণ করেছে। দেড়'শো বছরপূর্তি উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের ভগবতী দেবী শিক্ষা নিকেতনের পড়ুয়াদের দেড়শো কণ্ঠে ধ্বনিত হল 'বন্দেমাতরম'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সুজলাং সুফলাং মলয়জশীতলাম্ শস্যশ্যামলাং মাতরম! সকলের মুখে মুখে ধ্বনিত হয় এই গান। তবে জানেন ভারতের জাতীয় স্তোত্র এটি! যা রচনা করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অন্তর্ভুক্ত করেছিলেন তার উপন্যাস আনন্দমঠে। চলতি বছর এই স্তোত্র ১৫০’তম বর্ষে পদার্পণ করেছে। দেড়’শো বছরপূর্তি উপলক্ষে একাধিক জায়গায় নানান আয়োজন করা হচ্ছে সরকারি ও বেসরকারি তরফে। তবে এবার বন্দেমাতরম গানের দেড়শো বছর পূর্তি উপলক্ষে দেড়শো কণ্ঠে এই গান গাইল পড়ুয়ারা। যা উপভোগ করলেন সকলে।
advertisement

চলতি বছরের প্রথম থেকেই এই গান অনুশীলন করছিল তারা। আর শিশু দিবসের দিন দেড়শো কণ্ঠে পাঠ হল জাতীয় স্তোত্র।

আরও পড়ুনঃ জীবে প্রেম করে যেই জন…! ১২০টি পথকুকুরের অভিভাবক বাঁকুড়ার ব্যবসায়ী, অবলাদের সেবাই যুবকের পরম ধর্ম

ব্রিটিশ শাসন থেকে মুক্তি এবং মাতৃভূমির প্রতি ভালবাসা ও দেশপ্রেম জাগ্রত করার জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৫ সালে এই গানটি রচনা করেন। শুধু তাই নয় তার লেখা বিখ্যাত উপন্যাস আনন্দমঠে (১৮৮২) অন্তর্ভুক্ত ছিল। গানটি স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ চেতনার জন্ম দিয়েছিল। তারপর কেটেছে দেড়শ বছর। ভারত স্বাধীন হয়েছে বহুদিন। তবুও এই গান শিহরিত করে সকলকে, দেশের প্রতি ভালবাসা, শস্য-শ্যামলা ভারতকে সবার সামনে উপস্থাপিত করে এই স্তোত্র।

advertisement

View More

তাই এই গানের দেড়শো বছরপূর্তি উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের ভগবতী দেবী শিক্ষা নিকেতনের পড়ুয়ারা দেড়শো কণ্ঠে গাইল ভারতের জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’।

আরও পড়ুনঃ রেলস্টেশন নাকি বিমানবন্দর বোঝা দায়! রেল প্রকল্পের অধীনে তমলুক স্টেশনের সম্পূর্ণ ভোলবদল, ঝাঁ চকচকে পরিকাঠামো, দেখুন ছবিতে

এদিন বিদ্যালয় সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে বন্দেমাতরম গানের রচনা এবং তার তাৎপর্য তুলে ধরা হয় ছাত্র-ছাত্রীদের সামনে। ভারতের স্বাধীনতা আন্দোলনে তরুণ তরুণী থেকে ছাত্র-ছাত্রীদের কী ভূমিকা ছিল? কতটা প্রাণ সঁপে দিয়েছিলেন তাঁরা? ২০০ বছরের ব্রিটিশ পরাধীনতা থেকে কীভাবে মুক্তি পেয়েছে ভারত, তা সবিস্তারে তুলে ধরা হয়। এরপর সম্মিলিত কন্ঠে উচ্চারিত হয় সুজলাং সুফলাং মলয়জশীতলাম্ শস্যশ্যামলাং মাতরম।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গৃহশিক্ষকতার স্বল্প উপার্জনে দুঃস্থ আদিবাসী পড়ুয়াদের বই খাতা কলম খাবার কিনে দেন তরুণী
আরও দেখুন

দীর্ঘ প্রায় সাত থেকে আট মাস ধরে প্রতি দিন প্রার্থনা লাইনে এই স্তোত্র উচ্চারণ করে পড়ুয়ারা। তাদের দাবি, প্রতিটি বিদ্যালয় কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থনা লাইনে অন্তত উচ্চারিত হোক এই স্তোত্র। তবে সংক্ষিপ্ত অনুষ্ঠান এক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহালমহল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vande Mataram: বন্দেমাতরমের দেড়শো বছরপূর্তি, ১৫০ কণ্ঠে ধ্বনিত হল জাতীয় স্তোত্র! গায়ে কাঁটা দেওয়া অনুভূতি, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল