আরও পড়ুন: বুধবার খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের নিয়ে টানা দশ বছর ধরে গবেষণা করে চলেছেন আঞ্চলিক গবেষক ও এগরা সারদা শশিভূষণ কলেজের অধ্যাপক ড. শান্তনু দলাই। বর্তমানে তাঁর গবেষণার মূল বিষয় সমুদ্রজীবী মানুষদের জীবন, ভাষা ও সংস্কৃতি। বিশেষ করে তাঁদের মুখের ভাষা নিয়ে চলছে তাঁর নিরন্তর কাজ। মৎস্যজীবীদের দৈনন্দিন কথাবার্তা, শব্দচয়ন ও ভাবপ্রকাশ তিনি গভীরভাবে বিশ্লেষণ করছেন। তাঁদের প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা জীবন সংগ্রাম আর সমুদ্রের লড়াইকে তিনি লিপিবদ্ধ করছেন। এই দীর্ঘ সময় ধরে চলা গবেষণার লক্ষ্য একটাই—মৎস্যজীবীদের জীবন সংগ্রামকে নথিভুক্ত করা।
advertisement
আরও পড়ুন: এবার অন্য নজির বৈভবের, ১৪ বছর বয়সে দেশের শিশু-কিশোরদের সর্বোচ্চ সম্মান পেলেন সূর্যবংশী
ড. শান্তনু দলাইয়ের শৈশব কেটেছে রামনগর থানার দক্ষিণ তেঁতুলতলা গ্রামে। শৈশব থেকেই তিনি সমুদ্র অববাহিকার প্রকৃতি ও মানুষের সঙ্গে বেড়ে উঠেছেন। খুব কাছ থেকে দেখেছেন সমুদ্রজীবী মানুষের জীবন। তাঁদের সুখ-দুঃখ, উৎসব, বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে তিনি অন্তরঙ্গভাবে মিশেছেন। সেই অভিজ্ঞতাই তাঁর গবেষণার ভিত গড়ে দিয়েছে। গবেষণার মাধ্যমে তিনি তুলে ধরছেন তাঁদের প্রতিদিনের জীবনযাপন। দেখাচ্ছেন কীভাবে প্রকৃতির সঙ্গে লড়াই করেই তাঁরা বাঁচতে শেখেন। তাঁদের জীবনসংগ্রামের বাস্তব ছবি তিনি সমাজের সামনে আনতে চাইছেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের ব্যবহৃত শব্দ নিয়ে বিশেষভাবে কাজ করছেন ড. শান্তনু দলাই। এই গবেষণার ফল হিসেবে প্রায় দশ হাজার শব্দ নিয়ে ‘সামুদ্রিক শব্দমালা’ শীর্ষক একটি গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ পেতে চলেছে। পাশাপাশি তিনি এগরা সারদা শশিভূষণ কলেজের ‘কোস্টাল স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স’ গবেষণা কেন্দ্রের রিসার্চ সুপারভাইজার হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর তত্ত্বাবধানে বর্তমানে চারজন গবেষক। তাঁর এই গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের কাছে মৎস্যজীবীদের জীবনসংগ্রামের এক মূল্যবান দলিল হয়ে থাকবে।