TRENDING:

East Medinipur News live: উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জীবন নিয়ে টানা গবেষণা! জানেন কে এই গবেষক?

Last Updated:

East Medinipur News live: উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর। এই জেলার সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন হাজার হাজার মৎস্যজীবী। ভোর হওয়ার আগেই তাঁদের দিন শুরু হয়। অন্ধকার ভেদ করে তাঁরা নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি দেন। প্রতিদিনের রোজগারের তাগিদে সমুদ্রই তাঁদের ভরসা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর। এই জেলার সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন হাজার হাজার মৎস্যজীবী। ভোর হওয়ার আগেই তাঁদের দিন শুরু হয়। অন্ধকার ভেদ করে তাঁরা নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি দেন। প্রতিদিনের রোজগারের তাগিদে সমুদ্রই তাঁদের ভরসা। ঝড়, বৃষ্টি, উত্তাল ঢেউ সবকিছুকে উপেক্ষা করেই তাঁরা মৎস্য শিকারে যান। এই সমুদ্রজীবীদের জীবনে আছে নিরন্তর সংগ্রাম। আছে দুঃখ, কষ্ট আর অনিশ্চয়তা। অথচ সমাজের মূল স্রোতে তাঁদের কথা খুব কমই উঠে আসে। তাঁদের জীবনযাপন, ভাষা ও সংস্কৃতি বহুদিন ধরেই অবহেলিত। এই অবহেলিত মানুষদের জীবনকে সমাজের আলোয় আনতেই নিরলসভাবে কাজ করে চলেছেন এক গবেষক।
advertisement

আরও পড়ুন: বুধবার খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের নিয়ে টানা দশ বছর ধরে গবেষণা করে চলেছেন আঞ্চলিক গবেষক ও এগরা সারদা শশিভূষণ কলেজের অধ্যাপক ড. শান্তনু দলাই। বর্তমানে তাঁর গবেষণার মূল বিষয় সমুদ্রজীবী মানুষদের জীবন, ভাষা ও সংস্কৃতি। বিশেষ করে তাঁদের মুখের ভাষা নিয়ে চলছে তাঁর নিরন্তর কাজ। মৎস্যজীবীদের দৈনন্দিন কথাবার্তা, শব্দচয়ন ও ভাবপ্রকাশ তিনি গভীরভাবে বিশ্লেষণ করছেন। তাঁদের প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা জীবন সংগ্রাম আর সমুদ্রের লড়াইকে তিনি লিপিবদ্ধ করছেন। এই দীর্ঘ সময় ধরে চলা গবেষণার লক্ষ্য একটাই—মৎস্যজীবীদের জীবন সংগ্রামকে নথিভুক্ত করা।

advertisement

আরও পড়ুন: এবার অন্য নজির বৈভবের, ১৪ বছর বয়সে দেশের শিশু-কিশোরদের সর্বোচ্চ সম্মান পেলেন সূর্যবংশী

ড. শান্তনু দলাইয়ের শৈশব কেটেছে রামনগর থানার দক্ষিণ তেঁতুলতলা গ্রামে। শৈশব থেকেই তিনি সমুদ্র অববাহিকার প্রকৃতি ও মানুষের সঙ্গে বেড়ে উঠেছেন। খুব কাছ থেকে দেখেছেন সমুদ্রজীবী মানুষের জীবন। তাঁদের সুখ-দুঃখ, উৎসব, বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে তিনি অন্তরঙ্গভাবে মিশেছেন। সেই অভিজ্ঞতাই তাঁর গবেষণার ভিত গড়ে দিয়েছে। গবেষণার মাধ্যমে তিনি তুলে ধরছেন তাঁদের প্রতিদিনের জীবনযাপন। দেখাচ্ছেন কীভাবে প্রকৃতির সঙ্গে লড়াই করেই তাঁরা বাঁচতে শেখেন। তাঁদের জীবনসংগ্রামের বাস্তব ছবি তিনি সমাজের সামনে আনতে চাইছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গৃহশিক্ষকতার স্বল্প উপার্জনে দুঃস্থ আদিবাসী পড়ুয়াদের বই খাতা কলম খাবার কিনে দেন তরুণী
আরও দেখুন

সম্প্রতি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের ব্যবহৃত শব্দ নিয়ে বিশেষভাবে কাজ করছেন ড. শান্তনু দলাই। এই গবেষণার ফল হিসেবে প্রায় দশ হাজার শব্দ নিয়ে ‘সামুদ্রিক শব্দমালা’ শীর্ষক একটি গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ পেতে চলেছে। পাশাপাশি তিনি এগরা সারদা শশিভূষণ কলেজের ‘কোস্টাল স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স’ গবেষণা কেন্দ্রের রিসার্চ সুপারভাইজার হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর তত্ত্বাবধানে বর্তমানে চারজন গবেষক। তাঁর এই গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের কাছে মৎস্যজীবীদের জীবনসংগ্রামের এক মূল্যবান দলিল হয়ে থাকবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News live: উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জীবন নিয়ে টানা গবেষণা! জানেন কে এই গবেষক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল