যেখানে বলা হয়েছে আসানসোল থেকে পুরী পর্যন্ত একটি বন্দে এক্সপ্রেস শুরু করতে চলেছে রেল। কিন্তু এটি কি ঠিক? কী বলছে রেল? নতুন যে বন্দে ভারতের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি হল আসানসোল থেকে পুরী। নতুন এই বন্দে ভারতের খবর ভাইরাল হওয়ার পাশাপাশি এর টাইম টেবিলও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
আরও পড়ুন: গলায় রণবীরের কামড়ের দাগ, বেডসিন বিতর্ক, রশ্মিকাকে হাটিয়ে জাতীয় ‘ক্রাশ’ এখন তৃপ্তি দিমরি! চেনেন?
যেখানে দাবি করা হচ্ছে, ট্রেনটি সকাল ৬:১৫ মিনিটে আসানসোল থেকে ছাড়বে এবং পুরী পৌঁছবে দুপুর ১টায়। ফেরার পথে ২:৪০ মিনিটে পুরী থেকে ছাড়বে এবং আসানসোল এসে পৌঁছবে রাত ১০:৩৫ মিনিটে। এখানেই শেষ নয়। এর পাশাপাশি নতুন বন্দে ভারতের স্টপেজ, সম্ভাব্য সময়, যাত্রাপথের মোট সময় ইত্যাদি বলা হয়েছে। ভাইরাল খবরে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হয়েছে, তাতে বলা হয়েছে, যাত্রাপথে এই ট্রেনটি আসানসোল এবং পুরী ছাড়াও আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বালেশ্বর, কটক, ভুবনেশ্বরে স্টপেজ দেবে।
আরও পড়ুন: ভারতে সবচেয়ে বেশি কী কারণে খুন হয় জানেন? দিনে কটা? কেন্দ্রের চাঞ্চল্যকর রিপোর্ট
ট্রেনটি মোট ৬০১ কিলোমিটার যাত্রা করবে এবং এই যাত্রাপথে যাওয়ার সময় লাগবে ৭ ঘণ্টা ৪৫ মিনিট এবং আসার সময় ৭ ঘন্টা ৫৫ মিনিট। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দাবি করা এই খবর কি আদৌ সত্য? কী বলছে পূর্ব রেল? এখানে রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খবরটি একেবারেই সত্য নয় বলে দাবি করা হচ্ছে আসানসোল ডিভিশনের তরফ থেকে।
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফ থেকে দাবি করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে খবরটি ভাইরাল হয়েছে সেটি মিথ্যে। এবং নতুন বন্দে ভারত আসানসোল থেকে পুরী চালু হওয়ার দাবি করা হচ্ছে, তা পুরোপুরি ভুয়ো। এখনও পর্যন্ত রেলের তরফ থেকে এইরকম কোনও ট্রেন ঘোষণা করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় সাধারণত অনেক রকমের প্রয়োজনীয় তথ্য ও খবর জানতে পারেন সাধারণ মানুষ। অনেক গুরুত্বপূর্ণ দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়েও অনেক সময় মানুষ সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করেন। তবে মাঝে মধ্যে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় তাতে সমস্যায় পড়তে হয় অনেককেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F