আয়লা থেকে ফণি, আমফান থেকে ইয়াস, অতীতে এই সমস্ত ঘূর্ণিঝড়ই আছড়ে পড়েছে মে মাস নাগাদ। এবারের মে মাসেও কি তেমন কোনও দুর্যোগের সাক্ষী থাকবে বাংলা।
ইতিমধ্যেই আগাম ঝড়ের পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে নাকি তৈরি হতে পারে রাক্ষুসে গতির এক ঘূর্ণিঝড়। সাম্ভাব্য ঘূর্ণিঝড়টির নামকরণ করা হবে ‘শক্তি’।
advertisement
কিন্তু এই ঝড় নিয়ে আতঙ্কে রয়েছেন সুন্দরবনের উপকূলীয় এলাকার বাসিন্দারা। এমন কথাই জানিয়েছেন শোভা প্রামাণিক, সাগর মাইতিরা। অধিকাংশ মানুষের বক্তব্য বাঁধ সারানো হোক।
প্রশাসনও জোর কদমে বাঁধ সারানোর কাজে নেমেছে। নিয়ে আসা হয়েছে মাটি কাটা গাড়ি। অনেক জায়গায় বস্তায় করে মাটি ফেলা হচ্ছে। ঝড় আসলে এবার যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটি দেখা হচ্ছে। ঝড় আসার আগেই সমস্ত বাঁধগুলির দুর্বল অংশ দ্রুত সারনো হবে। যার ফলে খুশি সকলেই।
Nawab Mullick