কালীপুজোর আগে ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব ও সেচ দফতরের মন্ত্রী মানস ভূঁইয়া। বৈঠক শেষে জানানো হয় পুজোর পরেই শুরু হবে নদী ও খাল সংস্কারের কাজ। কালীপুজো শেষ হতেই শুরু হয়ে গিয়েছে খাল সংস্কারের কাজ।
advertisement
শিলাবতী নদী ২৩ কিমি খনন দাসপুর এক নম্বর ব্লকের মুর্শিদনগর থেকে শুরু হয়েছে কাজ। অপরদিকে দাসপুর ২ নম্বর ব্লকের শোলাটপা খাল ১৪.৭ কিমি খনন শুরু হয়েছে। এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যানের নদী খননের কাজ শুরু হল দাসপুর ১ ও ২ ব্লক সহ-ঘাটালে। দীর্ঘ প্রায় ৫০ বছর পর শোলাটোপা খাল সংস্কারের কাজ হচ্ছে। ফলে খুশির হাওয়া এলাকায়।
সেচ দফতরের তরফে জানানো হয়েছে, মোট ৩৬ খাল ও নদী খননের উদ্যোগ নিওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে ‘নো কস্ট মডেলে’ খাল সংস্কার করতে রাজ্য সরকারেরর কোন টাকা খরচ হচ্ছে না। উলটে টাকা জমা পড়ছে রাজ্য সরকারের তহবিলে।
