আলু চাষিরা তারা যেমন ক্ষতির আশঙ্কা করছেন তার পাশাপাশি যে সমস্ত জমিতে সবজি চাষ করেছেন কৃষকরা ব্যাপক বৃষ্টি এবং শিলাবৃষ্টির জেরে তারাও কার্যত হতাশ। ঋণ নিয়ে চাষ করে ঋণ পরিশোধ করবেন কীভাবে তা নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ । আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে চিন্তা বাড়ছে কৃষক মহলে । আলুর পাশাপাশি সবজি চাষেও প্রভাব পড়বে বলে মনে করছেন চাষিরা ।
advertisement
আরও পড়ুন : ইনভেস্টমেন্ট শূন্য, লাগে কায়িক পরিশ্রম! এইভাবেই রোজ ৩০-৪০ টাকা কামাচ্ছেন জঙ্গলমহলের মহিলারা
বাঁকুড়া জেলার ইন্দাস এলাকার সেখ বদরে আলম নামে এক চাষি বলেন, বৃষ্টির জলে আলু এমনিতেই টেকে না,এর পর যদি আবার বৃষ্টি হয় তাহলে প্রচুর ক্ষতি হয়ে যাবে। বাবুরাম পাত্র নামে অপর এক চাষি বলেন, আমাদের এলাকায় আলু এখনও জমি থেকে তোলা হয়নি, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত বৃষ্টি হলে খুবই ক্ষতির সম্মুখীন হতে হবে এবং সকল আলু চাষির মাথায় হাত পড়ে যাবে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এই বছর বিঘার পর বিঘা জমিতে শুধু আলু আর আলু। দাম নেমেছে ৫ টাকা প্রতিক কেজি। সুফল বাংলার মাধ্যমে কিছু কিছু আলু চাষি বিক্রি করছেন আলু দশ টাকা কেজিতে, কিন্তু অধিকাংশকেই দারস্ত হতে হচ্ছে কোল্ড স্টোরেজের। তার মধ্যে এখনও পর্যন্ত মাঠের আলু ঘরে তুলতে পারেনি বহু চাষি। আর তার মধ্যেই দেদার শিলাবৃষ্টি। মাঠের আলু মাঠেই কি তাহলে রয়ে গেল? সেই উত্তর খুঁজেছেন বাঁকুড়ার কৃষকরা।
নীলাঞ্জন ব্যানার্জী





