স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জখম মহিলা নাম বাসন্তীর রায় (৫০)। গুরুতর যখম অবস্থায় তিনি কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, রবিবার ছুটির দিন বাসন্তী দেবী সকাল সকাল বাজারে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন এমন সময়ে ওই প্রতিবেশী যুবক হাঁসুয়া নিয়ে তেড়ে এসে মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন। মহিলা কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি কোপ চালান তিনি। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাসন্তী দেবী। এলাকার লোকজন তড়িঘড়ি ছুটে এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় পুলিশে।
advertisement
পুলিশ আসা পর্যন্ত অভিযুক্ত যুবককে আটক করে রাখেন স্থানীয় লোকজন মিলে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন তারা।
আরও জানা যাচ্ছে, অভিযুক্ত যুবকের নাম অবিনাশ মহাপাত্র। যুবক অধিকাংশ সময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকেন তিনি। তবে কী কারণে তিনি এদিন মহিলার উপর হামলার ঘটনা ঘটিয়েছেন তা এখনও স্পষ্ট হয়। কারণ জানতে তদন্ত শুরু করেছে গয়েশপুর ফাঁড়ির পুলিশ।
