North 24 Parganas News: সরকারি কাজে বাধা! হিঙ্গলগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল সংগ্রহে গিয়ে মারধরের শিকার বিদ্যুৎ দফতরের কর্মীরা, গ্রেফতার ১
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: হিঙ্গলগঞ্জে বকেয়া বিল আদায়কে কেন্দ্র করে চরম উত্তেজনা। গ্রামবাসীর মারধরের শিকার বিদ্যুৎ দফতরের কর্মীরা। ভেঙে ফেলা হল ফোন। ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক ৩।
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বিদ্যুৎ দফতরের কর্মীদের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ। গ্রেফতার ১। পলাতক আরও ৩। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বকেয়া বিল আদায়কে কেন্দ্র করে চরম উত্তেজনা। গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতে বকেয়া বিদ্যুৎ বিল সংগ্রহে গিয়ে মারধরের শিকার হন বিদ্যুৎ দফতরের কর্মীরা। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ, পলাতক আরও তিনজন।
বিদ্যুৎ দফতর সূত্রে জানা যায়, বেশ কয়েকজন বাসিন্দা দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিল পরিশোধ করছেন না। কর্মীরা বারবার বাড়িতে গিয়ে সতর্ক করেছিলেন। মাইকিং করেও জানানো হয়েছিল যে, কোনও সমস্যা থাকলে দফতরে যোগাযোগ করতে হবে। কিন্তু অভিযোগ, তাতেও সাড়া দেননি অভিযুক্তরা।
আরও পড়ুনঃ প্রতিবেশী দাদার বাইকে চেপে স্কুলে যাওয়ার পথে মৃত্যুর হাতছানি! বিষ্ণুপুরে লরির চাকায় পিষ্ট খুদে পড়ুয়া-সহ যুবক
এদিন বিদ্যুৎ দফতরের আধিকারিক ও কর্মীরা বকেয়া আদায় এবং প্রয়োজন হলে সংযোগ বিচ্ছিন্ন করতে ওই এলাকায় পৌঁছন। এরপরেই শুরু হয় তর্ক-বিতর্ক। অভিযোগ, সুশান্ত সরকার, নেপাল সরকার, গোপাল সরকার ও রাকেশ গায়েন মিলে বিদ্যুৎ কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এরপর কর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করা হয়। তাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ধরে বেঁধে নাবালিকা মেয়ের বিয়ে! জঙ্গলমহলের শান্তি টুডু ‘দাবাং’ রূপে এসে বন্ধ করলেন ৩ বাল্যবিবাহ, ধন্য ধন্য করছে সকলে
খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ নেপাল সরকারকে গ্রেফতার করেছে, বাকিরা পলাতক। ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যুৎ দফতরের কর্মীদের দাবি, সরকারি কাজে বাধা দেওয়ার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার মধ্যে কর্মীদের আর পড়তে না হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 21, 2025 6:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সরকারি কাজে বাধা! হিঙ্গলগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল সংগ্রহে গিয়ে মারধরের শিকার বিদ্যুৎ দফতরের কর্মীরা, গ্রেফতার ১

