এই বেলঘন্টা কর্মসূচি একটু অন্যভাবে আয়োজন করা হচ্ছে হাওড়ার উলুবেড়িয়া বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে। মিড ডে মিলের এক ঘণ্টা আগে বিদ্যালয়ের নিউট্রিশন বাগান থেকে সংগ্রহ করা তাজা লেবু ও লবণ মিশ্রিত সরবত শিশুদের মধ্যে বিতরণ করা হয়। ছাত্র-ছাত্রীদের কেন ‘ওয়াটার বেল’ বাজার সঙ্গে সঙ্গে এই সতেজ পানীয় গ্রহণ করে। যা তাদের জল পান করার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। আরও আগ্রহ বেশি হওয়ার কারণ জলে মেশানো হচ্ছে নিজেদের বিদ্যালয়ের বাগানে ফলানো লেবু। লেবুর স্বাদ ও লবণের মিশ্রণ গরমে যেমন তৃপ্তি যোগাবে তেমনি গরমে শরীর খারাপের ঝুঁকি কমবে। এছাড়াও নিজেদের বিদ্যালয়ের বাগানে ফলা লেবু মিড ডে মিলের সঙ্গে দেওয়া হচ্ছে। লেবুতে থাকা ভিটামিন সি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।
advertisement
আরও পড়ুন: কঠিন তরল বর্জ্য প্রক্রিয়াকরণে হাওড়ার এই পঞ্চায়েত দেখাচ্ছে সফলতার পথ!
এই উদ্যোগ শিশুদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের পুষ্টির ঘাটতি পূরণ করছে। এর মাধ্যমে গাছ লাগিয়ে ফল পাওয়ার আনন্দ উপভোগ করছে ছাত্রছাত্রীরা। এর মাধ্যমে অল্প বয়স থেকে গাছ লাগানোর প্রতি আগ্রহ বাড়ছে ওদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, প্রচণ্ড গরমে শিশুদের শরীরে জল ও লবণের ভারসাম্য রক্ষায় নিউট্রিশন গার্ডেনের লেবু, লবণ ও চিনি দিয়ে শরবত দেওয়া হচ্ছে। এতে জল পানের প্রতি আগ্রহ বাড়ছে, ডিহাইড্রেশনের ঝুঁকি কমছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে এবং শারীরিক দুর্বলতা ও পেটের সমস্যা প্রতিরোধ হচ্ছে। এটিই ওয়াটার বেল কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি স্কুলের বাগানে ছাত্রছাত্রীদের যত্নে বেড়ে ওঠা গাছে ফলা লেবুজল ওদের মধ্যে গাছ ও পরিবেশের প্রতি ভালবাসাও তৈরি হবে।
রাকেশ মাইতি