পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা ও সদ্যজাত একসঙ্গেই থাকতেন। স্বামী কর্মসূত্রে অন্যত্র থাকতেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে ঘুমানোর সময় কোনওভাবে মায়ের শরীরের নিচে চাপা পড়ে অথবা একই কম্বলের মধ্যে মা ও সদ্যজাত ঘুমানোর ফলে শিশুটির শ্বাসরোধ হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ Purulia News: অযোধ্যা পাহাড়ে পর্যটকদের জন্য বড় সুখবর! তৈরি হল এক নতুন আকর্ষণ
খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির নিথর দেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে, শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।






