মঙ্গলবার গভীর রাত থেকেই এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে। অভিযোগ, গোকুলনগর গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরেই রাতে মধুচক্রের আসর বসেছিল। এই অভিযোগকে কেন্দ্র করে ওই পঞ্চায়েত অফিস ঘেরাও করে এ দিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: তদন্ত ভার নিল সিআইডি, খুশি লালনের পরিবার! আজ রামপুরহাট যেতে পারেন সিবিআই শীর্ষ কর্তাও
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার গভীর রাতে গোকুলনগর পঞ্চায়েত অফিসে এক মহিলাকে ঢুকতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত অফিসের সচিব। খবর পেয়ে পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন বিজেপি সমর্থকরা। ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা।
আরও পড়ুন: আবাস যোজনার তালিকায় নাম নেই একাধিক আদিবাসী পরিবারের, এলাকাজুড়ে পোস্টার
এলাকায় আসে নন্দীগ্রাম থানার পুলিশ। রাতেই পুলিশ পঞ্চায়েত অফিস থেকে এক মহিলাকে আটক করে নিয়ে যায়। আটক হওয়া মহিলার বাড়ি কোলাঘাট এলাকায়। আরও বেশ কয়েকজন অপরিচিত মহিলা পঞ্চায়েত অফিসে রয়েছে এই অভিযোগ তুলে রাত থেকে অবস্থান বিক্ষোভ করছে বিজেপির কর্মী সমর্থকরা।
তাঁদের অভিযোগ, পঞ্চায়েত অফিসে রাতের অন্ধকারে শুধু ফাইল লোপাট নয়, বাইরে থেকে মহিলা এনে মধুচক্র চালানো হচ্ছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে। এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।