প্রতিদিনই নতুন নতুন কৌশল ব্যবহার করছে সাইবার অপরাধীরা। ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে টাকা তুলে নেওয়ার ঘটনা এখন পুরনো হয়ে গিয়েছে। অনেকেই তাদের সেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে না। তাই নতুন নতুন কৌশল অবলম্বন করছেন করছে তারা। তেমনই এক কৌশল কথা জানা গেল এই ঘটনায়।
আরও পড়ুনঃ মেলায় গিয়েছিলেন ২ হরিহর আত্মা বন্ধু, বাড়িতে ফিরল লাশ! বারুইপুর তোলপাড়
advertisement
বর্ধমান শহরের বাবুর বাগ এলাকার বাসিন্দা উত্তম পাল গ্যাস ওভেন মেরামতির জন্য মিস্ত্রি চেয়ে ফোন করেছিলেন একটি সার্ভিস সেন্টারে। এরপর তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। তাঁকে ১০ টাকা দিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করতে বলা হয়। পাশাপাশি, ডেবিট কার্ড স্ক্যান করে পাঠাতে বলা হয়। তা পাঠাতেই দু দফায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮৭ হাজার ২৮ টাকা তুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ রাতারাতি খুলল রাজমিস্ত্রীর কপাল! এক টিকিটেই বাজিমাত! কত কোটি জিতলেন?
উত্তম জানান, রবিবার গ্যাস ওভেন মেরামতির জন্য একটি কাস্টমার কেয়ার ফোন করি। তখন কিন্তু কেউ ফোন ধরেনি। এরপর একটা অজানা নম্বর থেকে ফোন আসে। গ্যাস ওভেন মেরামতির জন্য কাস্টমার কেয়ার থেকে ফোন করা হচ্ছে কিনা জানতে চাই। সেখান থেকেই ফোন করা হয়েছে। এরপরে গ্যাস ওভেনের সমস্যার কথা শুনে ফোনের উল্টো দিকে থাকা ব্যক্তি মিস্ত্রি পাঠানোর জন্য ১০ টাকা দিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করতে বলে। অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে বলে ওই ব্যক্তি। টাকা পাঠানোর পর ডেবিট কার্ড স্ক্যান করে পাঠাতে বলা হয়।
উত্তম বলেন, কিছু না বুঝে ডেবিট কার্ড স্ক্যান করে পাঠিয়ে দিই। এরপরই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের অ্যাকাউন্টে থাকা ওই টাকা তুলে নেওয়া হয়। জেলা পুলিশের একাধিক জানান, ওই ব্যক্তি এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সাইবার ক্রাইম থানার সাহায্য নেওয়া হবে।
Saradindu Ghosh