এই উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি শ্যামাপ্রসাদ ভবনের সংলগ্ন মাঠে মতুয়া মহাসংঘের একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানে শারদীয়া উৎসবের প্রাক্কালে দুঃস্থ মহিলাদের হাতে শাড়ি এবং দিব্যাঙ্গদের হাতে ট্রাই-সাইকেল তুলে দেন মন্ত্রী।
advertisement
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নাগরিকত্বের যে সিএএ ক্যাম্প তৈরি করা হচ্ছে সেখানে ভালই সাড়া পড়ছে সাধারণ মানুষের। কারণ মানুষ জানে সিএএ না হলে আগামীতে যখন এনআরসি হবে তখন একটা সমস্যা হবে। আর সেই কারণেই মানুষজন তৎপর ভাবে সিএএ-তে আবেদন করছেন। তাঁরা সার্টিফিকেট পাওয়ার আশায় রয়েছে’।
CAA অর্থাৎ নাগরিকত্ব সংশোধন বিল পাস হওয়ার লগ্ন থেকেই গোটা দেশে বিতর্কের ঝড় ওঠে। কেন্দ্রীয় সরকার চাইলেও বিরোধী দলগুলো শুরু থেকেই এই বিলের বিরোধিতা করছে। বিরোধীদের আশঙ্কা, এই আইনের ফলে বহু আমজনতা ভারতীয় নাগরিকত্ব খোয়াবে। তবে বিজেপি সরকারের অভিমত, দেশ থেকে কাউকে বাদ দেওয়া নয় বরং এই আইন চালু করে দেশের নাগরিকদের সুরক্ষিত করাই মূল লক্ষ্য।