সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধ*র্ষণের অভিযোগে তুমুল বিক্ষোভ! সুপারের প্রশ্রয়েই কি অভিযুক্তের 'দাদাগিরি'?
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Panskura Super Speciality Hospital: এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। চলছে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর। এদিকে এসবের মধ্যেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির দল।
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিক: ‘আমাদের হাসপাতালে রক্ষকই ভক্ষক। আমরা তাই আতঙ্কিত। ঘটনার পর থেকে হাসপাতালের সবাই আমরা আতঙ্কিত। যাদের নিরাপত্তা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই যখন রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে, তখন তো আমরা সবাই ভয় পাবোই’। আতঙ্কের সুরে বললেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার।
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত শেখ জাহির আব্বাসকে সোমবারই গ্রেফতার করেছে পুলিশ। দিনের পর দিন স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগের ঘটনা সামনে আসতেই সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান হাসপাতালের কর্মীরা। হাসপাতাল কর্মীদের দাবি, অভিযুক্ত জাহির আব্বাসের জন্য সবাই তটস্থ থাকতেন। তাঁদের আরও দাবি, কারুর না কারুর প্রশ্রয়েই মাতব্বরি চালাতো অভিযুক্ত জাহির।
advertisement
আরও পড়ুনঃ ‘এই’ জিনিস ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ! পুজোর আগে বিপুল চাহিদা বাজারে, বিকল্প আয়ের দারুণ সুযোগ
ফেসিলিটি ম্যানেজারের কাজে যুক্ত থেকে অভিযুক্ত জাহির হাসপাতালে ‘দাদাগিরি’ চালাতো বলে যখন অভিযোগ সামনে আসছে, তখন চাপে পড়ে সাফাই দেওয়া এবং নিজের অসহায়তার কথাই বলছেন হাসপাতাল সুপার। সুপার বলেন, হাসপাতালের সব কর্মী তথা ডাক্তারদের নিরাপত্তার ভার ছিল অভিযুক্ত-সহ তাদের কোম্পানির কর্মীদের হাতে। রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে, তাই আমরা আতঙ্কিত।
advertisement
advertisement
সূত্র মারফত জানা যাচ্ছে, এই হাসপাতালে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল জাহির আব্বাস। ৮টি মাতৃজান (অ্যাম্বুলেন্স), সুপারের জন্য দেওয়া গাড়ি সব তারই ব্যবসা ছিল। তার এবং তার টিমের উপর ছিল হাসপাতালের ১৩৩ জন স্টাফের নিরাপত্তা। কিন্তু সেই ভক্ষকই এতদিন অপকর্ম চালিয়ে গিয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বাড়ির সামনে খেলছিল একরত্তি, মুহূর্তে ঘটে গেল সর্বনাশ! র*ক্তাক্ত… গা শিউরে উঠল এলাকাবাসীর
এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। চলছে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর। এদিকে এসবের মধ্যেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির দল। দেখা করলেন হাসপাতাল সুপারের সঙ্গে। কথা বলেন হাসপাতালের কর্মীদের সঙ্গেও। প্রতিনিধি দলে ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতিরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধ*র্ষণের অভিযোগে তুমুল বিক্ষোভ! সুপারের প্রশ্রয়েই কি অভিযুক্তের 'দাদাগিরি'?