স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশের জঙ্গলে দেহটি পড়ে থাকার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। কিন্তু ওই দেহটি কার সেটা কেউ চিনতে পারেনি। দ্রুত খবর দেওয়া হয় অশোকনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটিকে উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে নিয়মমাফিক ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: জলে পড়ে শিশু মৃত্যুর পরেও ফেরেনি হাল, আতঙ্কে বিরাটির অন্তঃসত্ত্বারা
advertisement
যেহেতু দেহটি স্থানীয় কারোর নয়, তাই এলাকাবাসীদের অনুমান বাইরে কোথাও খুন করে দেহটি এখানে ফেলে দিয়ে গিয়েছে। এলাকাটি নির্জন হওয়ায় খুন করে দেহ গায়েবের জন্য আদর্শ বলে স্থানীয়দের দাবি। মৃত ব্যক্তির পরনে ছিল সাদা পাঞ্জাবি। গলার নলি কেটে খুন করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক অনুমান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে গোটা ঘটনায় তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত তদন্ত করে অপরাধীদের ধরুক পুলিশ।






