Six Month Old Baby Dies Case: জলে পড়ে শিশু মৃত্যুর পরেও ফেরেনি হাল, আতঙ্কে বিরাটির অন্তঃসত্ত্বারা
- Published by:
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
বিরাটিত জলে পড়ে শিশু মৃত্যুর পর, এলাকার নবজাতক ও অন্তঃসত্ত্বাদের নিয়েই বাড়ছে চিন্তা! কাটছে না দুর্ভোগ
![জমা জলে পড়ে শিশু মৃত্যুর ঘটনার পরও হল ফেরেনি বিরাটির দেবীনগরের। গোটা এলাকা এখনও জলের তলায়। এদিকে ওই এলাকায় আরও অনেক বাচ্চা আছে ফলে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের।[ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়] জমা জলে পড়ে শিশু মৃত্যুর ঘটনার পরও হল ফেরেনি বিরাটির দেবীনগরের। গোটা এলাকা এখনও জলের তলায়। এদিকে ওই এলাকায় আরও অনেক বাচ্চা আছে ফলে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের।[ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5357064_inshot_20250802_155634473_watermark_04082025_13451_1.jpg?impolicy=website&width=827&height=620)