Six Month Old Baby Dies Case: জলে পড়ে শিশু মৃত্যুর পরেও ফেরেনি হাল, আতঙ্কে বিরাটির অন্তঃসত্ত্বারা

Last Updated:
বিরাটিত জলে পড়ে শিশু মৃত্যুর পর, এলাকার নবজাতক ও অন্তঃসত্ত্বাদের নিয়েই বাড়ছে চিন্তা! কাটছে না দুর্ভোগ
1/6
জমা জলে পড়ে শিশু মৃত্যুর ঘটনার পর‌ও হল ফেরেনি বিরাটির দেবীনগরের। গোটা এলাকা এখনও জলের তলায়। এদিকে ওই এলাকায় আরও অনেক বাচ্চা আছে ফলে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের।[ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়]
advertisement
2/6
স্থানীয়রা জানিয়েছেন, এলাকার অন্যান্য বাড়িতেও বেশ কিছু নবজাতক আছে। পাশাপাশি অনেক গর্ভবতী মহিলাও আছেন। এই পরিস্থিতিতে গোটা এলাকায় জল জমে থাকায় ব্যাপক সমস্যা হচ্ছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না বলে স্থানীয়দের অভিযোগ। এমনকি প্রাইভেট কার'ও ঢোকা। সম্ভব নয় বলে জানা গিয়েছে।[ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়]
advertisement
3/6
বিরাটির যৌথ পরিবারের ওই শিশুর মর্মান্তিক মৃত্যুর পরই নড়েচড়ে বসেছে এলাকার বাকিরা। ওই পরিবারের‌ই আরেক শিশুকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে অন্যত্র আত্মীয়ের বাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এখনও দেবীনগর সহ বিরাটি মন্দির পাড়া খুদিরাম সরণি অবস্থাও একই রকম আছে। কবে এই যন্ত্রণার শেষ হবে সেটাই এখন প্রশ্ন এলাকাবাসীর। [ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়]
advertisement
4/6
এদিকে টানা বর্ষার জল জমে থাকায় এলাকায় নানান রকম অসুখ ছড়িয়ে পড়ছে। চিকিৎসা পরিষেবা মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। মৃত শিশুর পরিবারের আক্ষেপ, পাকা বাড়ি থাকলে হয়ত এভাবে তাদের সন্তানের প্রাণ যেত না।[ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়]
advertisement
5/6
একে জমা জলে পড়ে শিশুর মৃত্যু এবং তার পরেও অবস্থার পরিবর্তন না হওয়ায় রীতিমত ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। প্রতিবছরই বর্ষাকালে এই এলাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবুও অবস্থার উন্নতি হয় না বলে অভিযোগ।[ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়]
advertisement
6/6
এই পরিস্থিতিতে আর যাতে কোন‌ও দুর্ঘটনা না ঘটে সেটাই এখন চাওয়া এলাকাবাসীর। তবে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে বা কোন‌ও গর্ভবতীর প্রসব যন্ত্রণা উঠলে কীভাবে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেটা বুঝে উঠতে পারছেন না কেউ। এই অবস্থায় এলাকার প্রায় ৫ হাজার মানুষ আতঙ্কে-দুশ্চিন্তায় দু'চোখের পাতায় এক করতে পারছে না। [ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়]
advertisement
advertisement
advertisement