পঞ্চায়েত নির্বাচন এলেই শুধু আশেপাশে পাড়ার মানুষের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে যাওয়া নয়, বদলে যায় পরিবারের সদস্যদের সমীকরণও। তাই কোথাও বাবা-ছেলে, আবার কোথাও দুই জা, আবার কোথাও পরিবারের তিনজন তিনটি ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন একই আসন থেকে।
আরও পড়ুন- ব্যালট খাওয়া মহাদেবের বুথে ফের ভোট! এবার আগেই পেট ভরিয়ে খাওয়ানোর প্ল্যান CPM-র
advertisement
এসব ক্ষেত্রে পরিবারের সম্পর্ক হলেও রাজনৈতিক পরিচয় বড় হয়ে ওঠে। আর সেটাই হয়েছিল কোলাঘাট ব্লকের কোলা ২ গ্রাম পঞ্চায়েতের আশুরআলি গ্রামে। এবারের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোলা ২ গ্রাম পঞ্চায়েতের আশুরআলী গ্রামের গ্রাম সভা আসনে তিনটি প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে একই পরিবারের কাকা ও দুই ভাইপো ভোটের ময়দানে নেমেছিল।
আশুর আলী গ্রামের পাল পরিবারের সন্ন্যাসী পাল সিপিআইএমের হয়ে প্রার্থী হয়েছিলেন। তাঁর বিপক্ষে ওই গ্রাম সভা আসন থেকে শাসকদলের প্রার্থী ছিলেন শান্তনু পাল এবং বিজেপির উত্তম পাল।
ভোটের প্রচারের সময় তিনজনই ঝড় তুলেছিলেন। বিশেষ করে কাকা সন্ন্যাসী পাল এবং ভাইপো শান্তনু পাল। ভোটের প্রচারের সময় কাকা সন্ন্যাসী পাল ভাইপো শান্তনু উত্তম তিনজনেই বলেছিলেন, ভোট ময়দানে তাঁরা পরস্পরের বিরোধী। বাড়িতে তাদের মধ্যে কোনও সমস্যা ছিল না।
আরও পড়ুন- সোনার গয়না ভর্তি ব্যাগ বাসে রেখে, বাড়ি চলে এলেন মহিলা! তারপর? ঘটল অবাক ঘটনা
তাঁরা সবাই চেয়েছিলেন, এলাকায় ভোট শান্তিপূর্ণভাবে মিটুক। ভোট পর্বে ওই এলাকায় কোনও রাজনৈতিক হিংসা বা অশান্তির ঘটনা ঘটেনি। একই পরিবার থেকে শাসক ও বিরোধী দলের প্রার্থী থাকার ফলে ওই এলাকাবাসীর কৌতুহল ছিল এবারের পঞ্চায়েত ভোটে ঐ পরিবারের তিন প্রার্থীর মধ্যে শেষ হাসি হাসবে কে? ওই এলাকার মানুষজন ভোটে শাসকদলকেই বেছে নিয়েছে।
আশুর আলী গ্রামের ওই আসনে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এর আগেও সিপিআইএমের হয়ে কাকা সন্ন্যাসী পাল জিতেছিলেন। সন্ন্যাসীপাল ওই এলাকার দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি মরিয়া ছিলেন, ওই আসনটি নিজেদের দখলে আনতে।
শাসক দল তৃণমূল কংগ্রেস ওই আসনে তাই সন্ন্যাসী পালের ভাইপো শান্তনুকে প্রার্থী করেছিল। পেশায় শান্তনু পাল ফুল ব্যবসায়ী। প্রার্থী হওয়ার পর প্রথম থেকেই দলীয় কর্মসূচি ভোটের প্রচার কোনও কিছুতেই খামতি রাখেনি।
অন্যদিকে সন্ন্যাসী পালও জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন। কিন্তু ভোটের ফলাফলে দেখা যায়, শেষ পর্যন্ত কাকাকে পরাজিত করে শেষ হাসি হাসল ভাইপো শান্তনু পাল।
Saikat Shee