Viral News-Gold: সোনার গয়না ভর্তি ব্যাগ বাসে রেখে, বাড়ি চলে এলেন মহিলা! তারপর? ঘটল অবাক ঘটনা
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral News-Gold: কান্দিতে যা ঘটল জানলে অবাক হয়ে যাবেন! এও সম্ভব!
মুর্শিদাবাদঃ হারিয়ে গিয়েছিল দেড় লক্ষ টাকার সোনার গয়না। ভেবেছিলেন আর হয়ত পাবেন না। কিন্তু অবশেষে ফিরে পেলেন ট্রাফিক ওসির তৎপরতায় সোনার গয়না। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে । জানা গিয়েছে, করিমপুর পানুটিয়া রুটের একটি বেসরকারি বাসে বহরমপুর থেকে কান্দি আসার জন্য চেপেছিলেন এক মহিলা, ওই মহিলার সঙ্গে ছিল প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের সোনার গয়না।
গয়না ভর্তি ব্যাগ বাসে রেখেই কান্দি বাসস্ট্যান্ডে নেমে যান তিনি। বাড়ি গিয়ে ওই মহিলা খেয়াল করেন তার সঙ্গে ছিল গয়নার ব্যাগ সেই ব্যাগটি তিনি বাস থেকে নামাননি। ঘটনার পরেই কান্দি ট্রাফিক গার্ডে ঘটনার কথা জানান ওই মহিলা। পরবর্তীকালে কান্দি ট্রাফিক ওসি কমল ওরাঙের তৎপরতায় এবং বাস কন্ডাক্টরের সততায় ফিরে পেলেন দেড় লক্ষ টাকা মূল্যের গয়না ভর্তি ব্যাগ ওই মহিলা।
advertisement
advertisement
বাস কন্ডাক্টরের এই সততাকে কুর্নিশ জানিয়েছেন বাস সিন্ডিকেটের সদস্যরাও এবং ব্যাগ ফিরে পেয়ে খুশি প্রকাশ করেন ওই মহিলা। মুর্শিদাবাদ জেলার কান্দি বাসট্যান্ডে এর আগেও একাধিকবার অনেকের জিনিস হারিয়ে যাওয়ার পরে তা ফিরিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তৎপরতায়। তাই আবারও এক দৃষ্টান্ত দেখা গেল মুর্শিদাবাদ জেলার কান্দিতে। তবে আবারও মহিলার সোনার গয়না সহ দেড় লক্ষ টাকার সামগ্রী ফিরিয়ে দিতে পেরে খুশি কান্দি থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 13, 2023 5:02 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Viral News-Gold: সোনার গয়না ভর্তি ব্যাগ বাসে রেখে, বাড়ি চলে এলেন মহিলা! তারপর? ঘটল অবাক ঘটনা









