স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এক স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফিরছিল পুলকারটি। বহিরা গ্রামের কাছে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সোজা পুকুরে গিয়ে পড়ে পুলকারটি। সেই সময় গাড়িতে ছিল ৫ পড়ুয়া। স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে, খবর দেওয়া হয় পুলিশে, পরে পুকুরে ডুবুরি নামানো হয়।
advertisement
মর্মান্তিক দুর্ঘটনার পর থমথমে গোটা গ্রাম। ঘিরে রাখা হয়েছে পুকুর, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে শিশুদের জুতো, ব্যাগ। জানা যায়, সোমবার দুপুরে এক পড়ুয়াকে গাড়ি থেকে নামিয়ে সবে গাড়িটি স্টার্ট দিয়েছিলেন চালক। শিশুটি তখনও তার বন্ধুদের দিকে হাত নাড়াচ্ছে! ২০ মিটারও যায়নি, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি পুকুরের দিকে নেমে যায়! চোখের সামনে সেই দৃশ্য দেখেছিল বছর সাতের সেই পড়ুয়া! দুর্ঘটনার বিষয়টি শিশুমন ততটা বুঝে উঠতে না পারলেও, বুঝেছিল তার বন্ধুরা বিপদে পড়েছে! প্রাণপন চেঁচাতে থাকে। শিশুর চিৎকারে ছুটে আসে তার মা, মাসি, জ্যেঠিরা। তত ক্ষণে গাড়ি থেকে কোনওক্রমে নেমে চালকও সাহায্যের জন্য চেঁচাতে থাকে। ছুটে আসে স্থানীয়রা। প্রাথমিকভাবে স্থানীয়রাই শিশুদের উদ্ধারের চেষ্টা করে।
আরও পড়ুন:আজ বনগাঁয় জোড়া রাজনৈতিক কর্মসূচি মমতার, পিছিয়ে থাকা মতুয়া গড়ে ভাল ফলের আশায় তৃণমূল
ঘটনায় আতঙ্কিত অভিভাবকেরা। গাড়ির গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, মাত্র পনেরো হাজার টাকায় কেনা হয়েছিল গাড়িটি। অভিভাবকদের দাবি, পুলকার ঠিক করে দিত স্কুল। নিয়মিত যে পুলকারটি পড়ুয়াদের স্কুল থেকে নিয়ে আসত, সেটি কোনও কারণে স্কুলেই পড়ে রয়েছে। সেই গাড়ির বদলে গত ২-৩ দিন ধরে আসছিল অন্য পুলকারটি।
