আজ বনগাঁয় জোড়া রাজনৈতিক কর্মসূচি মমতার, পিছিয়ে থাকা মতুয়া গড়ে ভাল ফলের আশায় তৃণমূল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee in Bangaon: রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর প্রতিবাদে আবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার বনগাঁয়। আজ সেখানকার ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি।
আবীর ঘোষাল, কলকাতা: গত ৪ নভেম্বরের পরে আজ, মঙ্গলবার ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার দুপুরে মতুয়া গড়ে সভা ও মিছিল দুই রাজনৈতিক কর্মসূচি পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হেলিকপ্টারে চেপে কলকাতা থেকে বনগাঁ যাবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, চাকদহ রোডের প্রতাপগড় মাঠে মুখ্যমন্ত্রীর কপ্টার নামার জন্য হেলিপ্যাড করা হয়েছে। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর বিরুদ্ধে প্রতিবাদে আবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বনগাঁয়। আজ সেখানকার ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। তার পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এই সভার প্রস্তুতি নিয়ে দফায় দফায় সাংসদ তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারপার্সন মমতাবালা ঠাকুর, জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে কলকাতায় এসআইআরের বিরুদ্ধে মিছিল করেছিলেন মমতা।
মঙ্গলবার বেলা ১টা নাগাদ কলকাতা থেকে বনগাঁ যাবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, চাকদহ রোডের প্রতাপগড় মাঠে মুখ্যমন্ত্রীর কপ্টার নামার জন্য হেলিপ্যাড করা হবে। সেখান থেকে স্বল্প দূরত্বেই সভা করবেন মমতা বন্দোপাধ্যায়। বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘গত সপ্তাহেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দিদি কথা বলেন। তিনি জানান, বনগাঁয় সভা করতে চান। আজ, মঙ্গলবার দুপুর ১টার সময়ে ত্রিকোণ পার্কে সভা। তার পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত ৩ কিলোমিটার পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।’’
advertisement
advertisement
বিশ্বজিৎ জানিয়েছেন, এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদেই এই কর্মসূচি করছেন মমতা। তাঁর কথায়, ‘‘এখানে ওপার বাংলার মানুষ বেশি। মতুয়া, তফশিলি মানুষজন রয়েছেন। এসআইআরকে সামনে রেখে ভয় দেখানো হচ্ছে। মানুষ আতঙ্কিত। আত্মঘাতী হচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই নিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। সেই বার্তা দিতে আসছেন এখানে।’’ তৃণমূল নেতা এ-ও জানান, মতুয়ারা এখনও তৃণমূলের পাশেই রয়েছেন। আগামী দিনেও থাকবেন। কারণ, এ রাজ্যে মতুয়াদের জন্য যে কাজ হয়েছে, তা মুখ্যমন্ত্রীই করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 9:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজ বনগাঁয় জোড়া রাজনৈতিক কর্মসূচি মমতার, পিছিয়ে থাকা মতুয়া গড়ে ভাল ফলের আশায় তৃণমূল

