রথযাত্রা অর্থাৎ সোজা রথের দিন থেকে নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফেরেন প্রভু জগন্নাথ। এবার ৬২৮ বছরে পড়েছে শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এটি। মাহেশের জগন্নাথের আজ পুনঃযাত্রা। মাসির বাড়ি থেকে নিজে গৃহে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে পুজো অর্চনা। বহু দূর দুরান্ত থেকে ভক্তের সমাগম হয় মাসির বাড়িতে। সারাদিন পুজোপাঠ চলার বিকেলে নিজের মন্দিরে ফেরেন জগন্নাথ দেব। উল্টো রথের মাহাত্ম্য হল, দক্ষিণ দিকে টানা হয় রথকে।
advertisement
আরও পড়ুন: ওঝার ভূত ঘাড়ে চেপে! সাপের ছোবলে একের পর এক পড়ুয়ার মৃত্যু, নড়েচড়ে বসল স্কুল
মাহেশের জগন্নাথ মন্দিরের সেবায়েত তমাল অধিকারী জানান, আজকের দিনটিকে বলা হয় ‘দক্ষিণে টান বৈকুন্ঠের স্থান’। অর্থাৎ আজ দক্ষিণ দিকে রথ টানা হয়। সেই কারণেই আজ জগন্নাথ দেব দক্ষিণা কালী রূপে রথের উপর বিরাজ করেন। দুপুর আড়াইটার সময় হয়েছে দামোদর। প্রথমে সুভদ্রা, তারপর বলভদ্র ও জগন্নাথ দেব রথে ওঠেন। উপরে সোনার বেশ অর্থাৎ রাজবেশ ধারণ করে মাসির বাড়ি থেকে নিজ গৃহে গমন করেন। এই দিনটি খুবই মাহাত্ম্যপূর্ণ। রথে যদি বামুনরূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না।
রাহী হালদার