TRENDING:

Srabanti Chatterjee: অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে এ কী জঘন্য কারবার যুবকের! অভিযোগ পেতেই টানতে-টানতে নিয়ে গেল পুলিশ

Last Updated:

Srabanti Chatterjee: অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার এক যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, জুলফিকার মোল্যা: অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, বসিরহাটে যুবক গ্রেফতার। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনাটি বসিরহাট থানার অন্তর্গত এলাকায়।
News18
News18
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুমন মণ্ডল, বাড়ি বসিরহাট থানা এলাকাতেই। সম্প্রতি রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলছে। তারই অংশ হিসেবে বসিরহাটের ভ্যাবলা স্যার আর. এন. মুখার্জি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বিজয়া সম্মিলনী, যেখানে উপস্থিত থাকার কথা জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের।

advertisement

.

আরও পড়ুন: ‘সোনা পরেছেন কেন? খুলে ফেলুন…’! বারাসাতের রাস্তায় বৃদ্ধাকে আটকে বলল পুলিশ, তারপর? অবিশ্বাস্য কাণ্ড

আর এই খবর প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত সুমন মণ্ডল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অভিনেত্রীকে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পরই শ্রাবন্তীর ভক্ত এবং স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ দায়ের হয় বসিরহাট থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে প্রমাণ মেলায় এদিন রাতে বসিরহাট থানা এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত সুমন মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

আরও পড়ুন: মহাভারতের কর্ণর চরিত্রে বিরাট জনপ্রিয়তা, হার মানলেন ক্যানসারের কাছে! প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর

ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য বা মানহানিকর পোস্টের অভিযোগ বেড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার না জেনে আইন ভঙ্গ করছেন। এই ঘটনাও তারই এক উদাহরণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গা প্রতিমা বিসর্জনের পর থেকেই তৃণমূলের বিজয়া সম্মিলনী চলছে, যেখানে রাজ্যের জনপ্রিয় মুখদের পাশাপাশি বলিউড ও টলিউডের তারকারাও উপস্থিত থাকছেন। বসিরহাটের অনুষ্ঠানে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির অংশগ্রহণকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত বলে মনে করছে প্রশাসন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Srabanti Chatterjee: অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে এ কী জঘন্য কারবার যুবকের! অভিযোগ পেতেই টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল