ধৃতদের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা, বেশ কিছু সোনা-রুপোর গয়না এবং একাধিক এটিএম কার্ড উদ্ধার হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পুলিশ জানায়, ধৃতরা অভিনব কায়দায় প্রতারণা চালাতেন। আগে থেকেই এটিএমের ভিতর গিয়ে সুইচে আঠা জাতীয় বস্তু লাগিয়ে দিতেন। ফলে সাধারণ গ্রাহক টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়তেন। সেই সময় ধৃতরা সাহায্যের নামে এগিয়ে এসে গ্রাহকের কাছ থেকে পিন নম্বর জেনে নিয়ে চুপিসারে এটিএম কার্ড বদলে দিতেন। এরপর রাতারাতি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ জল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ! হাতেনাতে ধরল পুলিশ, বাংলাদেশি মহিলা সহ পাচারকারী গ্রেফতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই জালিয়াতির সূত্র ধরতে সক্ষম হয় হরিণঘাটা থানার পুলিশ। ওই মহিলার অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছিল।
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত এবং শেষ পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।