জল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ! হাতেনাতে ধরল পুলিশ, বাংলাদেশি মহিলা সহ পাচারকারী গ্রেফতার
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Bangladeshi Arrested: গতকাল গভীর রাতে ভারত বাংলাদেশের জল সীমান্ত কালিন্দী নদী পার হয়ে এক বাংলাদেশি মহিলা ও একজন পাচারকারী পঞ্চপল্লী এলাকায় ওঠে। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহাঃ জল সীমান্ত পার করে ভারতে ঢুকেছিলেন। এক বাংলাদেশি মহিলা ও একজন পাচারকারী গ্রেফতার। সেই সঙ্গেই জল সীমান্ত পার হয়ে বাংলাদেশ যাওয়ার সময় গ্রেফতার এক ভারতীয় মহিলা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, গতকাল গভীর রাতে হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশের জল সীমান্ত কালিন্দী নদী পার হয়ে এক বাংলাদেশি মহিলা ও একজন পাচারকারী পঞ্চপল্লী এলাকায় ওঠে। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। এরপর জল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা ওই বাংলাদেশি মহিলা ও পাচারকারীকে গ্রেফতার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আবহে সোনার দোকানে ডাকাতি! ব্যবসায়ী-স্থানীয়দের মধ্যে আতঙ্ক, উঠল বড় দাবি
এরপর পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে ওই পঞ্চপল্লী এলাকা থেকেই আরও এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। জানা যাচ্ছে, পাচারকারী ব্যক্তি ওই মহিলাকে নদী পার করে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ওখানে অপেক্ষা করতে বলেছিলেন। ৩ জনকেই আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, দুর্গাপুজোর আবহে জল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ। গতকাল গভীর রাতে এই কারণে গ্রেফতার হন এক বাংলাদেশি মহিলা ও একজন পাচারকারী। সেই সঙ্গেই এক ভারতীয় মহিলাকেও গ্রেফতার করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ! হাতেনাতে ধরল পুলিশ, বাংলাদেশি মহিলা সহ পাচারকারী গ্রেফতার