TRENDING:

South 24 Parganas News: বাচ্চা কোলে চোরের হানা! জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে...! হাতেনাতে ধরা পড়ল দুই বোন, চাঞ্চল্য এলাকায়

Last Updated:

South 24 Parganas News: অভিনব কায়দায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই বোন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর অভিযুক্ত দুই বোনকে গ্রেফতার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর, সুমন সাহাঃ অভিনব কায়দায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই বোন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত দুই বোনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গ্রিন পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত দুই বোন
অভিযুক্ত দুই বোন
advertisement

জানা যাচ্ছে, এদিন দুই মহিলাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এক মহিলার কোলে বাচ্চা এবং অপর মহিলা অন্তঃসত্ত্বা। সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ ওই দুই মহিলাকে ঘিরে চিৎকার চেঁচামেচি শুরু হয়। জানা যায়, কোলে বাচ্চা নিয়ে এক মহিলা গ্রিন পার্ক এলাকার একটি বাড়িতে পানীয় জল খেতে চান। সেই সময় ওই বাড়ির গৃহকর্ত্রী জল আনতে গেলে ওই মহিলা বাড়ির মধ্যে থেকে একটি ব্যাগ নিয়ে বাইরে থাকা অন্তঃসত্ত্বা মহিলার হাতে ছুঁড়ে দেন।

advertisement

আরও পড়ুনঃ ছোট্ট ভাড়ার দোকানে লুকিয়ে লুকিয়ে ঢুকে অন্য কাজে মজে পড়ুয়ারা! খবর পায় পুলিশ, হানা দিতেই সে-কী কাণ্ড ভাঙড়ে

বিষয়টি প্রতিবেশী এক মহিলা দেখে বুঝতে পারেন পাশের বাড়ি থেকে ব্যাগ চুরি করে নিয়ে পালাচ্ছে দুই মহিলা। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে এলাকার মানুষ জড়ো হয়ে যায়। এরপর দুই মহিলাকে চুরি করা ব্যাগ সহ হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নরেন্দ্রপুর থানার পুলিশ। এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে দুই মহিলা সম্পর্কে দুই বোন। অন্তঃসত্ত্বা বোনকে দেখিয়ে কোলে বাচ্চা নিয়ে অপর বোন কোনও বাড়িতে সাহায্যের জন্য ঢোকেন এবং সুযোগ বুঝে সেই বাড়িতে চুরি করেন। এদের দু’জনের নাম পরিচয় জানার চেষ্টা করছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এদিকে প্রকাশ্য দিবালোকে বাড়ির মধ্যে এভাবে ঢুকে চুরি করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বাচ্চা কোলে চোরের হানা! জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে...! হাতেনাতে ধরা পড়ল দুই বোন, চাঞ্চল্য এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল