জানা যাচ্ছে, এদিন দুই মহিলাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এক মহিলার কোলে বাচ্চা এবং অপর মহিলা অন্তঃসত্ত্বা। সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ ওই দুই মহিলাকে ঘিরে চিৎকার চেঁচামেচি শুরু হয়। জানা যায়, কোলে বাচ্চা নিয়ে এক মহিলা গ্রিন পার্ক এলাকার একটি বাড়িতে পানীয় জল খেতে চান। সেই সময় ওই বাড়ির গৃহকর্ত্রী জল আনতে গেলে ওই মহিলা বাড়ির মধ্যে থেকে একটি ব্যাগ নিয়ে বাইরে থাকা অন্তঃসত্ত্বা মহিলার হাতে ছুঁড়ে দেন।
advertisement
বিষয়টি প্রতিবেশী এক মহিলা দেখে বুঝতে পারেন পাশের বাড়ি থেকে ব্যাগ চুরি করে নিয়ে পালাচ্ছে দুই মহিলা। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে এলাকার মানুষ জড়ো হয়ে যায়। এরপর দুই মহিলাকে চুরি করা ব্যাগ সহ হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নরেন্দ্রপুর থানার পুলিশ। এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে দুই মহিলা সম্পর্কে দুই বোন। অন্তঃসত্ত্বা বোনকে দেখিয়ে কোলে বাচ্চা নিয়ে অপর বোন কোনও বাড়িতে সাহায্যের জন্য ঢোকেন এবং সুযোগ বুঝে সেই বাড়িতে চুরি করেন। এদের দু’জনের নাম পরিচয় জানার চেষ্টা করছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এদিকে প্রকাশ্য দিবালোকে বাড়ির মধ্যে এভাবে ঢুকে চুরি করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ।